আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য..

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

ক্রিয়েটিভ কমনস্ একটি আন্তর্জাতিক নীতিমালা যা কপিরাইট নামক নীতিমালার সীমাবদ্ধতা দূর করে। ক্রিয়েটিভ কমনস্ এর মেইন সাইট http://creativecommons.org/ ক্রিয়েটিভ কমনস্-এর মোট কয়টি ও কি কি লাইসেন্স আছে?? মূলত তিনটি এখান থেকে আরও তিনটি লাইসেন্স করা হয়েছে (মোট ছয়টি লাইসেন্স) Attribution by-nc-nd Attribution by-nc-sa Attribution by-nc Attribution by-nd Attribution by-sa Attribution by Attribution (by) লাইসেন্স http://creativecommons.org/licenses/by/3.0 এই লাইসেন্সটি সবচেয়ে ফ্লেক্সিবল লাইসেন্স, এখানে আপনি আপনার তৈরিকৃত চিত্র, গান, গল্প, মুভি, আলোকচিত্র সবকিছু আপনারা ওপেনলি শেয়ার করছেন তা যে গ্রহন করছে সে আপনার কাজটি পুনরায় এডিট করছে কি করছে না, কমার্শিয়লি ব্যবহার করছে কি নন-কমার্শিয়ালি ব্যবহার করছে তা বিষয়বস্তু নয়, মূল বিষয় হচ্ছে আপনি যে মূল কর্মটির স্রষ্টা তা সবাইকে জানানো এবং কৃতজ্ঞতা স্বীকার করা.... ধরুন আমি একটি আমি একটি গল্প লিখলাম "অজানা পথিক" আমি চাই এই লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution (by) লাইসেন্সে লেখাটি প্রকাশ করি তো আপনি এই গল্পটি ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে গল্পের কোন লাইন পরিবর্তন করতে পারবেন, গল্পটি ছাপিয়ে পয়সা কামাতে পারেন আবার গল্পটি আপনার স্কুলের পেপারে ছাপাতে পারেন.... কিন্তু সবক্ষেত্রেই কিন্তু মূল লেখক হিসেবে আমার নাম দিতে হবে অর্থাৎ লেখাটি ছাপা হবে "অজানা পথিক" লেখক: আশাবাদী সম্পাদক: আহমদ মুজতবা।

Attribution Non commercial (by-nc) লাইসেন্স http://creativecommons.org/licenses/by-nc/3.0/ এই লাইসেন্সের মাধ্যমে আপনার সৃষ্ট কর্মটি যে কেউ ব্যবহার করতে পারবে এমনকি পরিমার্জনও করতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এটা নন-কমার্শিয়লি ব্যবহার করবে এবং স্রষ্টা হিসেবে আপনার নাম দিবে। কমার্শিয়লি ব্যবহার করতে গেলে তাকে অবশ্যই আপনার কাছ থেকে অনুমোদন নিতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে কিছু টাকা রয়ালটি হিসেবে নিতে পারেন। আমি চাই "অজানা পথিক" লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution Non-commercial (by-nc) লাইসেন্সে লেখাটি প্রকাশ করি তো আপনি এই গল্পটি ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে গল্পের কোন লাইন পরিবর্তন করতে পারবেন, গল্পটি আপনার স্কুলের পেপারে ছাপাতে পারেন....সবক্ষেত্রেই কিন্তু মূল লেখক হিসেবে আমার নাম দিতে হবে অর্থাৎ লেখাটি ছাপা হবে "অজানা পথিক" লেখক: আশাবাদী সম্পাদক: আহমদ মুজতবা। কিন্তু যখনই কোন প্রকাশক আমার লেখা বই আকারে প্রকাশ করে টাকা উপার্জন করতে চাবেন তখন তাকে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। Attribution No-Derivatives (by-nd) লাইসেন্স http://creativecommons.org/licenses/by-nd/3.0/ এক্ষেত্রে আপনার সৃষ্ট কাজ আমি ডাউনলোড করতে পারব, ওপেনলি শেয়ার করতে পারব, কমার্শিয়লি অথবা নন-কমার্শিয়ালি ব্যবহার করতে পারব যতক্ষন পর্যন্ত আমি মূল স্রষ্টা হিসেবে আপনার নাম দিচ্ছি।

কিন্তু এই লাইসেন্সের নীচে আপনার কাজ আপনার অনুমতি ছাড়া কেউ মডিফাই বা পরিমার্জন করতে পারবেনা। আমি চাই "অজানা পথিক" লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution No-Derivatives (by-nd) লাইসেন্সে প্রকাশ করি তো আমার লেখা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, বই আকারে ছেপে টাকা উপার্জন করতে পারবেন, অথবা আপনার স্কুলের পেপারে ছাপাতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমার নাম দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে আমার অনুমতি ছাড়া গল্পের কোন লাইন কেউ পরিবর্তন করতে পারবেনা। Attribution Non commercial No Derivatives (by-nc-nd) লাইসেন্স Click This Link আপনার সৃষ্ট কর্ম যেকেউ আপনার নাম প্রকাশ করে ব্যবহার ও শেয়ার করতে পারবে, কিন্তু কোন পরিমার্জন বা মুনাফা লাভ করা যাবেনা Attribution Non commercial Share Alike (by-nc-sa) লাইসেন্স Click This Link এক্ষেত্রে আপনার সৃষ্ট কর্ম আপনার নাম প্রকাশ করে যেকেউ পরিমার্জন বা ব্যবহার বা শেয়ার করতে পারবে কিন্তু তা মুনাফা লাভ করা যাবেনা এবং সেই সাথে পরিমার্জিত সংস্করনও একই লাইসেন্সের নীচে প্রকাশ করতে হবে অর্থাৎ এজন্য Attribution Non commercial Share Alike (by-nc-sa) লাইসেন্স ব্যবহার করতে হবে Attribution Share Alike (by-sa) লাইসেন্স http://creativecommons.org/licenses/by-sa/3.0/ এক্ষেত্রে মূল স্রষ্টা যেভাবে যে লাইসেন্সের নীচে মূল কর্ম প্রকাশ করেছে তা ব্যবহার করে সবখানে এই কর্ম ও তার পরিমার্জিত সংস্করন প্রকাশ করতে হবে। এই লাইসেন্সের নীচে প্রকাশিত কর্ম প্রয়োজনে ব্যবহারকারী কমার্শিয়ালি ব্যবহার করতে পারবে।

অধিকাংশ ওপেনসোর্স সফটওয়্যার এই লাইসেন্সের নীচে প্রকাশ করা হয়। যারা এর আইনী প্রয়োগ নিয়ে সন্দিহান তাদের জন্য লিগ্যাল বাইন্ডিংস্ ডকুমেন্ট Attribution (by) http://creativecommons.org/licenses/by/3.0/legalcode Attribution Share Alike (by-sa) http://creativecommons.org/licenses/by-sa/3.0/legalcode Attribution No Derivatives (by-nd) http://creativecommons.org/licenses/by-nd/3.0/legalcode Attribution Non-commercial (by-nc) http://creativecommons.org/licenses/by-nc/3.0/legalcode Attribution Non-commercial Share Alike (by-nc-sa) Click This Link Attribution Non-commercial No Derivatives (by-nc-nd) Click This Link সবলিংক ক্রিয়েটিভ কমনস্ -এর সৌজন্যে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.