আমাদের কথা খুঁজে নিন

   

আজ সকালের গান



ও মন খেলেরে রঙ্গীন পাখনা দুলাইয়া খেলে নদীর শেকর যেমন করে মনে ভাবা যায়না মনের বৃত্ত অন্তহীন গুনন করা যায়না দুইও হাতে যেমন করে আকাশ ছোঁয়া যায়না মনের বাড়ি মেঘ ঢেকে যায় পহর কওয়া যায়না ও মন খেলেরে রঙ্গীন পাখনা দুলাইয়া খেলে এই পৃথিবীর পরে কি বল লক্ষ্য করা যায় মন পবনে পালের লাঠি লাভে কিবা হয় জলের নদী নিরবধি ঝড়নামুখী হয়না মনের নেশা মাতাল নেশা ধরলে ছাড়া যায়না ও মন খেলেরে রঙ্গীন পাখনা দুলাইয়া খেলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।