আমাদের কথা খুঁজে নিন

   

............। জীবনের অনুপ্রেরণা দেবে কি??...........

কি আর বলবো নিজের কথা!! পরে শুইনেন। । আবার আমি পথে চলেছি জীবনের খোঁজে, সেই আগের মতো। । মনে পড়ে দু’এক বছর আগের কথা,, তখনো ঠিক এখনকার মতোই জীবন সন্ধানী ছিলাম আমি।

। অনেকটা ভবঘুরে ও বেখেয়ালিই বলতে পারো। । একদিন পথ চলতে চলতে তোমায় পেয়েছিলাম। ।

ভেবেছিলাম এই বুঝি সেই জীবন। । একদিন তোমার চোখে চোখ রেখে বলেছিলাম “আমি আমার জীবনের সন্ধান পাইলাম অবশেষে,, তোমায় ভালবেসে। । ” মনে আছেতো তোমার?! কিন্তু আজ বুঝতে পারি যে আলো আমি দেখেছিলাম,, তা ছিলো আলেয়ার আলো ও ধূসর মরীচিকা ছাড়া আর কিছু নয়।

। আমি বুঝেছি যে আমার জন্য বসন্ত জীবনের ঋতু নয়,, গ্রীষ্মের খরতা ও বর্ষার কর্দমাক্ততার মাঝেই আমার জীবন। । আজ আমার মরণের সাথে বসবাস,, এই কথাটি আর কেউ না জানলেও তুমি ভালো করেই জানো। ।

তোমার কঠোরতায়ই তুমি ছিলে মিছে মায়াটুকু আমি বুঝতে পারিনি। । আমি সাহিত্যিক না যে সাহিত্যের ভাষায় লিখবো,, কবি নই বলে তোমার জন্য কাব্য রচনাও করতে পারিনা। । শুধু প্রেমিকের ভাষায় বলতে পারি যে “তোমায় ভালবেসেছিলাম হৃদয়ের সবটুকু আবেগ ও অনুভূতি দিয়ে’’।

। আর তুমি আমার আবেগটাকেই পছন্দ করতে,, আমার আনুভূতি না। । অনুশোচনার জলে আজো মিশে আছো তুমি। ।

এসেছিলা ভালবাসা হয়ে,, আর হৃদয় ভেঙ্গে চলে গেলে। । ভুলগুলো মুছে ফেলে আজ আমি শুদ্ধ হতে চাই। । ভয় পেয়োনা,, তোমার কাছে আজ আর ভালবাসা চাইবোনা।

। আমায় কি শুধু একটু অনুপ্রেরনা দেবে কি? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।