আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা প্রবাদ এর আড়ালে রূপকথা । মান্ধাতার গল্প

"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson ভাষাকে আর জোরের সঙ্গে প্রকাশ করতে বাংলা ভাষাতে অনেক প্রবাদ এর ব্যবহার হয়ে আসছে । আমাদের রোজনামচার জীবনযাত্রায় নানা সময়ে বিভিন্ন প্রবাদের সাহায্য নিয়ে প্রতি নিয়ত আমরা আমাদের ভাষাকে অলংকৃত করে চলেছি। যেমন :- অলস বেক্তি বোঝাতে “ ঠুটো জগন্নাথ” , ভণ্ডকে “ বিড়াল তপস্বী”,খুব বন্ধুত্ব বোঝাতে “হরিহর আত্মা” কারোর প্রতীক্ষায় দু চার ঘণ্টা বসে থাকতে হলে “শবরীর প্রতীক্ষা” প্রভৃতি প্রবাদ এর প্রয়োগ হয়ে থাকে । আজ আমি এরূপ বহুল চর্চিত প্রবাদ এর উত্‍পত্তি এবং এই সকল প্রবাদের পেছনে লুকিয়ে থাকা কিছু পৌরাণিক গাথা (রূপকথাও বলতে পারেন )আপনাদের সামনে তুলে ধরব । আজকের পর্বে থাকবে মান্ধাতার গল্প ।

এই গল্পটি আসলে প্রবাদ বাক্য,“মান্ধাতার আমল” নামক প্রবাদের উত্‍পত্তির গল্প । মান্ধাতার গল্প ( প্রকৃত প্রবাদ মান্ধাতার আমল ) মান্ধাতা ছিলেন সূর্য বংশের এক রাজা । শ্রী রামচন্দ্রের জন্মের অনেক আগে তিনি জন্মেছিলেন । এই জন্যই সাধারণ মানুষ পুরনো দিনের কথা প্রসঙ্গে এই প্রবাদ বাক্যটি বাবহার করে থাকেন । এ তো গেল প্রবাদটির ব্যবহার প্রসঙ্গ, এবার আসা যাক এর আড়ালে লুকিয়ে থাক পৌরাণিক গল্পটি সম্পর্কে ।

রাজা মান্ধাতার জন্ম বৃত্তান্তটি খুব মজার । । শ্রী রামচন্দ্রের পূর্ব পুরুষ রঘুবংশের অনেক আগে এই বংশের রাজারা রাজত্ত্ব করতেন । মান্ধাতার পিতা ছিলেন যুবনাস্ব এবং মাতা ছিলেন কালনিমি । রাজা যুবনাস্ব বিয়ে করলেও সংসারে মন ছিল না , তাই তো রাণীর মনে সুখ নেই ।

যেহেতু তাদের কোনও সন্তান ছিল না । একদিন রাজা যুবনাস্ব তপস্যা করে গৃহে ফিরে যোগী দের প্রণাম করে বললেন , আমাকে আশীর্বাদ করুন আমি যেন পুত্র লাভ করি । কিন্তু যোগীমহাপুরুষরা বললেন যেহেতু তুমি যোগী তাই তুমি পুত্র কন্যা লাভ করতে অক্ষম । তখন রাজা তাদের কাছে উপায় বিধান চাইলেন , তখন যোগীমহাপুরুষগণ রাজার পুত্র লাভের জন্য যজ্ঞের আয়োজন করে বললেন যজ্ঞ শেষে যজ্ঞের প্রবিত্র জল রানী পান করলে রাজা পুত্র লাভ করবেন । তাদের অজ্ঞাক্রমে সেই প্রবিত্রজল রাণীর শয়ন কক্ষে রাখা হল, এবং ঠিক হল রানী পরদিন প্রভাতে সেই প্রবিত্র বারি পান করে পুত্র লাভ করবেন ।

কিন্তু হায় বিধাতার বিধান, সেই দিন রাত্রে রাজা যুবনাস্ব পিপাসার তাড়নায় ভুল বশত সেই যজ্ঞের বারি পান করলেন । পরদিন সকালে রানী সেই জল পান করতে গিয়ে দেখলেন যে পাত্র ফাকা পড়ে আছে , তিনি পড়লেন মহাফাপরে কী করবেন কিছু বুঝে উঠতে পড়লেন না , রাজন ও নিজের ভুল বুজতে পেরে অতি লজ্জিত হলেন বটে কিন্তু ততক্ষণে যা হবার তা টো হয়ে গেছে , রাজা পুরো ঘটনা যোগীদের খুলে বলতে তারা অতিশয় শঙ্কিত হয়ে বললেন – সর্বনাশ এ কী কান্ড করেছে রাজা যুবনাস্ব!? এ বারি যে পান করবে তার গর্ভে পুত্র সন্তান জন্মাবে ! এর পর ঘটলো সেই অতি আশ্চর্য ঘটনা ঠিক দশ মাস পর রাজার গর্ভে পুত্র সন্তান জন্ম নিল এবং প্রায় সঙ্গে সঙ্গে রাজা যুবনাস্ব প্রাণ হারালেন এই ভাবে জন্ম নিলেন পরবর্তি রাজা মান্ধাতা ॥ আজ এই পর্যন্ত পরবর্তি সময়ে সময় পেলে এই বিষয়ে আরও কিছু মজাদার তথ্য গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরব বলে আসা করছি । তথ্য সূত্র : - শ্রীমতি বন্দনা গুপ্তের লেখা “প্রবাদের আড়ালে” বইটি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।