আমাদের কথা খুঁজে নিন

   

দয়াময়, আর যেন রমজান না আসে

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

হে দয়াময়, আমি এক নাদান বান্দা আজ বড় আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আপনার নেয়ামতের রমজান আবার সমাগত। কিন্তু দয়াময়, আমরা রমজান আসার আগে থেকেই ভয়ে কম্পমান থাকি। এবারও সেই দুর্দশা থেকে আমরা মুক্তি পাইনি। প্রভু, আপনি রোজাকে ফরজ করেছেন।

রোজা মানে হল সংযম। কিন্তু এই কি সংযমের নমুনা ? রমজানের অজুহাতে বাজারে আগুন লেগে গেছে। রাতারাতি খাবারের দাম দিগুণ হয়ে যাচ্ছে। মজুদদাররা গুদামের পর গুদাম মাল ভরে রাখছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বাড়াচ্ছে।

হে রহমানুর রাহিম, আপনি আমাদের উপর রহম করুন। এই মজুদদার মুনাফাখোর লুটেরাদের হাত থেকে আমাদের বাঁচান। সারা দুনিয়ায় যখন খাদ্যমূল্য কমছে, তখন এরা রমজানকে পুঁজি করে মূল্য বাড়াচ্ছে। এরা নাকি মুসলমান। আসলে এরা তো মানুষই হতে পারে নাই।

জানোয়ারের মতো কেবল সুযোগ আর অজুহাতের ধান্দায় থাকে। মানুষের রক্তচোষার জন্য এরা নানারকম ব্যবসায়িক সিন্ডিকেট গড়েছে। মানুষকে জিম্মি করে টাকার পাহাড় গড়েছে। দয়াময়, এদের হাত থেকে না বাঁচতে পারলে আমরা আর রমজান চাই না। লোভের মুনাফার হাতে জিম্মি হতে চাই না।

যেদিন এই লোভের নোংরা হাত থেকে মুক্তি পাব, সেদিন আবারও রমজান দিয়েন খোদা। আর যেন রমজান না আসে। আর যেন ওই লোভীদের সুযোগ না আসে। আমাদের ক্ষমা করুন, দয়াময়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।