আমাদের কথা খুঁজে নিন

   

খেলোয়াড়রা শিক্ষার্থীদের চেয়েও তুখোড়

বাংলা ভাষােক ভালবািস মেধাবী না হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কঠিন ব্যাপার। ফলে গড়পড়তা যেকোনো শিক্ষার্থী বা সমাজের একটি বড় অংশের চেয়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুখোড়, এ নিয়ে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই তুখোড় ছাত্ররাও ফেল মেরে যায় সেরা ফুটবলার ও প্রশিক্ষিত ক্রীড়াবিদদের কাছে। বোধ, চাতুর্য, সম্ভাব্যতা যাচাই, উপস্থিত বুদ্ধির ব্যবহার আর সময় বুঝে পদক্ষেপ নেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে আলোচিত খ্যাতিমান খেলোয়াড়রা মেধাবী ছাত্রদের চেয়েও বেশি এগিয়ে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

গবেষকদের মতে সার্বক্ষণিক প্রচারের আলোয় থাকার কারণে তারা প্রতি মুহূর্তে সতর্ক থাকে, আর এই সতর্কতাই তাদের মস্তিষ্ককে তুখোড় করে দেয়, যা বুদ্ধিমত্তা প্রকাশে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে। ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ ফুটবলের কয়েকজন খেলোয়াড়, কিছু প্রশিক্ষিত ও শৌখিন ক্রীড়াবিদ এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর তুলনামূলক মূল্যায়ন শেষে গবেষণাটির ফল প্রকাশ করেন কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের সাইকোফিজিকস বিষয়ের অধ্যাপক যোসেলিন ফাউবার্ট। তাঁর নেতৃত্বে কাজটি সম্পন্ন করেন একদল গবেষক। প্রসঙ্গত, সাইকোফিজিকস হচ্ছে মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখা যেখানে শারীরিক উদ্দীপনা ও মানসিক বোধের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। গবেষণায় জানা গেছে, সারাক্ষণ প্রচার ও আলোচনায় থাকা সেরা খেলোয়াড়ের দর্শন ও বোধগত ক্ষিপ্রতা সাধারণ স্নাতক শিক্ষার্থীর চেয়ে অনেক বেশি।

প্রচারণাই তাদের মস্তিষ্কের করোটির গাঢ়ত্ব বাড়াতে সাহায্য করে। অধ্যাপক যোসেলিন বলেন, অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট জায়গায় দ্রুতগতিতে দেখানো বেশ কিছু ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে বলতে বলা হয়েছিল। এর সঙ্গে কোনো ধরনের খেলার সরাসরি সম্পর্ক না থাকলেও দেখা গেছে, প্রশিক্ষিত ক্রীড়াবিদরা ঠিকই দেখানো বস্তুগুলোকে শনাক্ত করতে পেরেছে এবং তাদের ক্ষিপ্রতা অন্য শৌখিন খেলোয়াড় ও ছাত্রছাত্রীদের তুলনায় অনেক বেশি। তিনি বলেন, এই বোধশক্তির কারণে গাড়ি চালনা, রাস্তা পারাপারসহ খেলায়ও তারা সফল হয়ে থাকে। এই গবেষণার ফল সাইকোফিজিকসের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা ঘটাবে বলে আশা গবেষকদের।

বিশেষ করে বয়স্কদের মনঃসংযোগসংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে এই গবেষণার ফলটা দারুণ কাজে আসবে বলে মনে করেন তাঁরা। সূত্র : ডেইলি মেইল অনলাইন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.