আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের বিস্ময় অলিম্পিক ও সমাজতান্ত্রিক দেশ চীনের শ্রেষ্ঠত্ব



বিশ্বের বিস্ময় অলিম্পিক ও সমাজতান্ত্রিক দেশ চীনের শ্রেষ্ঠত্বঃ শেষ হল ইতিহাসের সফল অলিম্পিক। যেন স্বপ্নের ঘোরে কেটে গেল ১৭টা দিন। পিয়ানোতে বিদায়ের সুর তুলে ভাঙল মিলনমেলা। কল্পনাকে হার মানানো সব উত্থান-পতন, বিশ্বরেকর্ড আর বিস্ময়ের সাক্ষী হয়ে রোববার বার্ডস নেস্ট স্টেডিয়ামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল বেইজিং অলিম্পিকের। শুরু হল পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের জন্য আবারও চার বছরের অপেক্ষা।

সতের দিনের প্যাকেজে যে বিস্ময় উপহার দিল সমাজতান্ত্রিক দেশ চীন, ইতিহাসের পাতায় তা অম্লান থাকবে বহুদিন। শুধু সফল আয়োজক হিসেবেই নয়, ক্রীড়া নৈপুণ্যেও বিশ্বকে বিমোহিত করেছে বিপ্লবী কমরেড মাও সেতুংয়ের দেশ। রেকর্ডের ফুল ঝরেছে আসরজুড়ে। যার শুরুটা ছিল মার্কিন জলদানব মাইকেল ফেলপসের হাত ধরে। মার্ক স্পিৎজের ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে এক অলিম্পিকে সর্বোচ্চ আটটি স্বর্ণপদক জয়ের এক অবিস্মরণীয় রেকর্ড গড়েছেন ফেলপস।

যার সাতটিতে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। সবমিলিয়ে ১৪টি স্বর্ণপদক নিয়ে অল্পিম্পিক ইতিহাসে সফলতম ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন ফেলপস। ওয়াটার কিউবে ফেলপস ঝড়ের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গতির ঝড় তোলেন জ্যামাইকান বিস্ময় উসাইন বোল্ট। ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন তিনি। ডাবল জয়ের পর ৪-১০০ মিটার দলগত রিলেতে আরেকটি বিশ্বরেকর্ড গড়ে ত্রিমুকুট নিশ্চিত করেন।

বেইজিং অলিম্পিক ফেলপস নাকি বোল্টের- এই অমীমাংসিত বিতর্ক আরও বহুদিন চলবে। তবে বেইজিংয়ের বিস্ময় এখানেই শেষ নয়। দূরপাল্লার দৌড়ে আফ্রিকান জয়োৎসবের নেতৃত্ব দিয়েছে এবার ইথিওপিয়া। দীর্ঘ ২৮ বছর পর ছেলে-মেয়ে দু’বিভাগেই ৫,০০০ মিটার ও ১০,০০০ মিটারের ডাবল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন ইথিওপিয়ার বেনেনিসা বেকেলে ও তিরুনেশ দিবাবা। মেয়েদের সাঁতারে দুটি বিশ্বরেকর্ডসহ তিনটি ইভেন্টে স্বর্ণপদক জিতে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার স্টেফানি রাইস।

অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বয়সী সাঁতারু হিসেবে পদক জয়ের (তিনটি রূপা) কৃতিত্ব দেখিছেন সুইমিং মাম খ্যাত যুক্তরাষ্ট্রের ডারা টরেস। বেল্টোর মতোই যুক্তরাষ্ট্রকে হতাশ করে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকাকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন শেলি অ্যান ফ্রেসার। শুটার অভিনব বিন্দ্রার হাত ধরে অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার মুখ দেখেছে ভারত। পোলভন্টের রানী রাশিয়ার আকাশ কন্যা ইয়েলিনা ইসিনবায়েভা যথারীতি ২৪তম বিশ্বরেকর্ড গড়ে অলিম্পিক স্বর্ণ ধরে রেখেছেন। অলিম্পিক টেনিসের পুরুষ এককে ইতিহাসের উল্টোপথে হেঁটে স্বর্ণপদক জিতেছেন ফেভারিট রাফায়েল নাদাল।

সর্বশেষ মেসি ম্যাজিকে নাইজেরিয়াকে হারিয়ে পুরুষ ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে প্রথমবারের মতো সম্মিলিত পদক তালিকার শীর্ষে উঠে সবচেয়ে চমকটা দেখিয়েছে চীন। আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ব্যর্থতায় স্বাগতিকদের কাছে মাথা নোয়াতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। মার্কিনিদের আধিপত্য খর্ব করে স্প্রিন্টের চারটি স্বর্ণই গেছে জ্যামাইকার ঝুলিতে। আগামী অলিম্পিকের আয়োজক দেশ গ্রেট ব্রিটেনও অলিম্পিক ইতিহাসে তাদের সেরা সাফল্য পেয়েছে বেইজিংয়ে।

গত ৮ আগস্ট শুরু হয়েছিল বেইজিং অলিম্পিক গেমস। চীন ৫১টি স্বর্ণপদক জিতে গেমসে প্রথমবারের মতো প্রথম স্থান দখল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে (৩৬টি স্বর্ণপদক) পেছনে ফেলে সমাজতান্ত্রিক দেশ চীন তাদের ইতিহাসে সবচেয়ে বেশি ৫১টি স্বর্ণপদক জিতে ক্রীড়াবিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্বের ঝাণ্ডা ওড়াল। ১৯৮৮ সিউল অলিম্পিকে তৎকালীন সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন জিতেছিল ৫৫টি স্বর্ণপদক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.