আমাদের কথা খুঁজে নিন

   

বাবা'র স্মরণে (পুনঃ পোস্ট)

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাবা'র স্মরণে (পুনঃ পোস্ট) আজ ২৩শে আগস্ট। আমার বাবার ২০তম মৃত্যু বার্ষিকী। আমার বাবা সহ যাদের বাবা বেঁচে নেই সবার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাঁদের বেহেশত্ নসীব করুন। বাবার স্মরণে আমার দুটো লেখা পুনরায় পোস্ট করলাম।

১ বাবা জ্বলছে ঘরে ধূপকাঠি আর গোলাপ জলের মিষ্টি সুবাস, মাটির কোলে নিথর দেহ- কাফনে জড়ানো বাবার লাশ। অশ্রুভেজা মায়ের দু’চোখ, শোক জমানো পাথর বুক, এলোমেলো দৃষ্টি যে তার, খুঁজছে কোথায় হারানো সুখ। ঘুমিয়ে আছেন বাবা আমার- ভাঙ্গবেনা সেই ঘুম কখনো, স্বপ্নে দেখি বাবা যে আমার- বলছে খুকী, ঘুমোস এখনো? বিছানা ছেড়ে লাফিয়ে উঠি, কোথায় গেলো বাবা আমার? কেউ কোনদিন আসে কী ফিরে, চলেই যদি যায় ওপাড়? বাবা, তুমি আজ অনেক দূরে- রয়েছো তবুও বুকটা জুড়ে, পারিনা কেন ভুলতে তোমায়? একবার এসে যাওনা ঘুরে। কোথায় আছো, কেমন আছো- ইচ্ছে যে হয় জানতে ভারী, তোমার ঘরে নেই তুমি আজ- তেমনি আছে সাজানো বাড়ী। ২ বাবা, তুমি কেমন আছো? বাবা, তুমি কেমন আছো? বলতে যদি একটিবার, আমিও নাহয় দিতাম পাড়ি, দেখতে তোমায় পরপার।

না হয় তুমি ভুলেই গ্যাছো- কেমন আছি, খাচ্ছি কী? যখন তুমি ছিলে কাছে- বুঝিনি ঘরে অভাব কি? মায়ার বাঁধন ছিঁড়ে যেদিন- একলা রেখে গেলে চলে, দিনের আলো নিভলো সেদিন- সূর্য হঠাৎ পড়লো ঢলে। মায়ের মুখের কাড়লে হাসি- ঘরটা জুড়ে কালো ছায়া, বুঝিয়ে দিলে এই জগতে- লুকিয়ে থাকে গভীর মায়া। পাড়ার মানুষ বলতো মুখে- ভাগ্য তোদের ভাল বটে, নইলে কী আর এমন যুগে- অমন কারো বাবা জোটে! গর্ব করি তোমায় নিয়ে- হতে যে চাই তোমার মতো, আমার ছেলেও বলে যেন, হয়না মানুষ বাবার মতো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.