আমাদের কথা খুঁজে নিন

   

খুলনাকে ভুলতে পারি না......কোন কিছুতেই ....

ধর্ম যার যার , বাংলাদেশ সবার সতত হে নদ....তুমি পড় মোর মনে.......মাইকেল সুদুর প্রবাস জীবনে দেশ তথা নদ-নদীর কথা ভূলতে পারেন নি । তেমনি আমিও বার বার নষ্টালজিক খুলনায়....বিশেষ করে ভৈরব নদ....ব্রজলাল কলেজ প্রাঙ্গন, কলেজ রোড ,লঞ্চঘাট সর্বদা মনের ভেতর উকি মারে । বিশেষ করে বি,এল কলেজের ১ নং গেটের বা'পাশের কাঠালী ফুলগাছ টার ফুল সংগ্রহ করতে গিয়ে কতনা কাটাঁর আঘাত খেয়েছি যা এখন অমৃত বলে মনে করি । ইচ্ছে হয় ফিরে যাই গ্রামে" সেই শাইক সিরাজীর শ্লোগানের মত করে । আর রেল লাইনের উপর দিয়ে হেটে যাওয়াটায় কিছুক্ষনের জন্য জীবনের হিসাব মেলাতাম । খুলনাকে কখনো ভুলতে পারবোনা । দ্বিতীয় জীবন যদি থেকে থাকে তাহলে আরেকবার খুলনাতে জন্মাতে চাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।