আমাদের কথা খুঁজে নিন

   

সে কি শত আষাঢ়ের মেঘ নিয়ে এসেছিলো!

সুখীমানুষ

দিনে দিনে তুমি আকাশের মত আমার চারিদিকে ছেয়ে গেলে যেদিকে তাকাই তোমাকে মনে পড়ার মত শত সহস্র কারন। আমি অবাক হলাম ! আমি ব্যথিত হলাম, এ কোন্ আমি?? এ আমাকেতো আমি চিনিনা, চিনতে চাইও না! এত সহজে আমি প্রভাবের আকাশে পরিমন্ডিত হলাম? এমন আমাকেতো আমি কোনদিন কল্পনাও করি নাই? আমি ভয় পেলাম, আমার হয়ত-অন্ধকার ভবিষ্যতের ভয়। রাতে বাসায় ফিরি, আমি দিন ও রাতের ফাড়াক বুঝিনা! আমি হাটা আর থেমে থাকার পার্থক্য বুঝিনা। বাস্ কেন চলে, কেন বাসায় যাই? অর্থহীন এই পৃথিবী, শত সহস্র টুকরা হয়ে এই পৃথিবী আমার বুকে গেথে যেতে থাকে। আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি কিছুতেই চোখের পানি বেধে রাখতে পারিনা কেন জানি চেষ্টাও করিনা। কেন ভালবাসি? কেন এত বেশী বেশী ভালবেসে ফেল্লাম? কোন ফাঁকে কখন এত ভালবাসলাম! আমার দিন-রাত সব অর্থহীন আমার আত্নবিশ্বাস উধাও আমার ভবিষ্যত অজানা অন্ধকার। আমি ভীত, আমি পরাহত। তোমরা কেউ কি তারে গিয়ে আমার কথা বলবে? বলে কি দেখবে সে তার ভালবাসা'র হাত বদল করবে কিনা?? ২২-৮-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।