আমাদের কথা খুঁজে নিন

   

লাভ-ক্ষতি

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

অনেকদিন পর পর ব্লগ লেখার মজা হচ্ছে, লেখার বিষয়ের জন্য মগজ হাতড়ে (বানান ভুল হলো কিনা সেটা দেখার জন্য পাঁচ মিনিটের মতো সময় নষ্ট করলাম। এখনও বুঝতে পারছি না। ) অনেক কিছু পাওয়া যায়। তবে ভাবনাগুলো গোছাতে গিয়ে কি ভাবছিলাম সেটাই ভুলে যাচ্ছি।

তাই আবারও এলোমেলো লেইম কথাবার্তা বের হলে ক্ষমা চাচ্ছি। এখন আকশাতার সাথে কথা বলছি। লেটেস্ট আপডেট: জেসন আরেকজনের সাথেও প্রেম করছিলো। আকশাতা জেনে ফেলেছে। ভালোবাসা টালোবাসা সব মিথ্যা, ছেলেটা একটা লুজার - এ দু'টো তথ্য বার বার জানিয়ে দিচ্ছে আমাকে।

আপাতত সে আমাকে জেসন হিসেবে অভিনয় করতে বলছে ও ঝাড়ি দিচ্ছে। আমার কথা শুনছে না। আমি প্রথমেই বলেছিলাম নিজের অনুভুতিগুলো নিজের কাছে রাখতে। তারপর যখন সে সন্দেহ করা শুরু করলো, তখন বলেছিলাম জে'র সাথে একা একা কথা বলা একদম বন্ধ করে দিতে, আবার দুর্বল হয়ে যাওয়ার বদলে। সেটাও শুনলো না! এখন বুঝো ঠ্যালা! আজকালকার ছেলে মেয়েরা সমস্যায় পড়েও উঠে আসতে চায় না।

হয়তোবা-ভালোবাসার পেছনে ছুটতে গিয়ে জীবন থেকে অনেকগুলো মুহূর্ত নষ্ট করে সেগুলো ঠিক করতে চায় না। ভালোবাসতে হলে জানতে হয়। You don't fall in love, you grow in love. -- (একজন বুদ্ধিমান, ভালো মানুষের থেকে চুরি করা) সেই বুদ্ধিমান ভালো মানুষটা আরও অনেক সত্যি কথা বলেছে, যা শোনার পর আমার মনে হয়, এগুলো আগে মাথায় আসেনি কেন? গত শনি-রবিবার একটা কোর্সে যাওয়ার ফল। ওটাতে যাওয়ার পর নিজেকে খুব ছোট লাগে। বিশাল পৃথিবীতে, তারচেয়েও বিশাল মহাকাশ ও তারচেয়ে অনেক, অনেক অনেক বিশাল সৃষ্টিকর্তার আমাকে দরকার নেই।

তবুও সৃষ্টিকর্তা দয়া করে ক্ষুদ্র আমাকে এতোকিছু করার সুযোগ দিচ্ছে। কয়েকদিন আগে গালে হাত দিয়ে টিভি দেখছিলাম। গলার কাছাকাছি হাত লেগে যেতে চমকে উঠলাম। মুষ্ঠির সমান হৃদপিন্ডটা টিক টিক করছে। এ যন্ত্রটা আপাতত বাঁচিয়ে রেখেছে, কিন্তু আর ক'দিন রাখবে? যে কোন সময় থেমে যেতে পারে।

অনেকের জন্য যায়ও। কথা বলতে বলতে, হাসতে হাসতে, খেতে গিয়ে যেখানে মরে যাচ্ছে মানুষ, অন্ধভাবে আমি সেখানে ভবিষ্যতকে নিয়ে নিশ্চিত থাকি। অনেকগুলো ভাষা শিখতে ইচ্ছা করে। পৃথিবী ঘুরতে ইচ্ছা করে। পৃথিবী ঘুরে মানুষের কথা বুঝতে ইচ্ছা করে।

ঐ অসাধারন বইটা ভালোভাবে, পরিমান মতো ভালোবাসা ও সম্মান দিয়ে পড়তে ইচ্ছা করে। তারপর, শেষ নিঃশ্বাস ফেলে নতুন জীবন অসাধারন ভাবে শুরু করতে ইচ্ছা করে। মাঝে মাঝে খুব উৎসাহ নিয়ে ইচ্ছাগুলোর পেছন পেছন দৌড়াই। ইচ্ছাপুরণকারীকে খুব, খুব জিজ্ঞাসা করি সেগুলো সত্যি বানিয়ে ফেলতে। তবে দু'দিন পর হাঁপিয়ে উঠে থেমে যাই।

নিজেকে নিয়ে খুব কষ্ট হয় তখন। আমার অনুভুতিগুলো খুব গাঢ় হয় মাঝে মাঝে। আজকাল ইংলিশ ক্লাসগুলো খুব ঘৃনা করছি, যদিও গত বছর ইংলিশই আমার সবচেয়ে প্রিয় ছিলো। এর কারন হচ্ছে, গত বছর আমার অসম্ভব ভালো একটা টিচার ছিলো, যে আমাকে ইংলিশ নিয়ে স্বপ্ন দেখাতে পারতো। জীবনের ফিলোসফিতে অনেকগুলো ছোট ছোট জানালা খুলে দিয়েছিলো।

আর এ বছর আমাকে দু'টো টিচার ইংলিশ এক্সটেনশন করতে মানা করেছে। ক্লাসে গেলেই নিজেকে অনীপ্সিত (এ শব্দটা নতুন শিখেছি!) লাগে। মজার ব্যাপার হচ্ছে, আমি ম্যাথস এক্সটেনশন ট্ব নিচ্ছি। তার মানে আগামী বছরের দুই তৃতীয়াংশ সময় অংক করে কাটাতে হবে। অথচ গত বছর অংক একদম পছন্দ করতাম না, টিচার বাজে ছিলো, তাই।

এক একজন মানুষ আমার জীবনে আসে, আর এক একটা বিরাট ছাপ ফেলে যায়। ভালোবাসা জিনিষটা বড়ই অদ্ভুত! অনেকে বলে ভেবে চিন্তে ভালোবাসা আসে না, প্রথম দেখায় হয়ে যায়। তাদের জন্য মায়া হয়। তারাই সারা জীবন সখিদের জিজ্ঞাসা করে বেড়ায় ভালোবাসা কারে কয়। তারপর ব্যর্থ হয়ে ভেবে বসে সেটা কেবলই যাতনাময়।

You grow in love!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.