আমাদের কথা খুঁজে নিন

   

ডেলা' রা এমনই হয়

আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..

জিম: ডেলা, আমার প্রাণের ভেলা; ডেলা আমার জান শুভ হোক ভালোবাসা; happy valentine ডেলা: ধুত্তরি, মুখের কথায় ভিজেনা চিড়া, ভাল লাগেনা আর- উপহার পেলে তোমায় ভুলে অন্যের হাত- ধরবো সাতশো বার জিম: আমি কি এমনই অধম ডেলা, আমি কি এতই ছার- শুধু তোমায় পরাব বলেই কিনেছি সীতাহার মায়ের গহনা করেছি গায়েব; কেটেছি বাবার পকেট জলের দরে বিকিয়ে দিয়েছি বোনের গলার লকেট প্রাণেশ্বরী একটু তুমি মিষ্টি করে হাসো শুধু আমাকে, আমাকেই শুধু , আমাকেই ভালোবাসো ডেলা: মাত্র একটা হার, হায়রে পোঢ়া কপাল! তুমি একটা েবাকা-অঘারাম; emotional লোফার এত ছোট মন নিয়ে কেরানি হওগে; হয়োনা আমার লাভার কত সাধ ছিল N-series এর কিনব একটা ফোন আড়ং এর dress, অঞ্জন্ স- রেক্স - কতকিছু চায় মন! আর তুমি কিনা এক হার দিয়েই হয়েছো পেরেশান ধিক তোমায় যে তুমি করেছো হৃদয়ের অপমান জিম: তোমার খোলা চুলে খেলে কেট উইন্সলেট, পোষাকে হ্যালি বেরি তোমার প্লাক করা ভ্রুতে মাধুরী ঘুমায়; অধরেতে শ্রীদেবী ক্ষমা করে দিয়ো ময়না পাখি; বুঝিনি মনের ভাষা তোমার চেয়েও অনেক সহজ সাদা হাতি পোষা আনেক দামী হাতঘড়িটা; সেটাও বিক্রি করে তোমার চুলের চিরুনি-শ্যাম্পু কিনেছি দু'ব্যাগ ভরে তোমায় নাহয় অনেক দিলাম; আজতো বিশেষ দিন কী দিতে চাও উপহার আমায়; মনে বাজছে বীণ ডেলা: oh shit! আমি না ভুলে গেছি আমার চেয়ে দামী উপহার পেয়েছো জীবনে কিছু? কী unsmart প্রেমিক তুমি; ছাড়োনা মোটেও পিছু sub-let এ যদি বাসা ভাড়া হয় sub-let ও হবে মন তুমি ছাড়াও মনে বাস করে দুইশত নয় জন তবুও তোমায় না দিলে কিছু প্রেমের হবে খেলাপ শাহবাগ ঘুরে দরদাম করে_ কিনেছি একটা গোলাপ জিম: মারহাবা,মারহাবা; তোমার মনতো মন নয়, যেন পামীর মালভূমি তোমার মনে ঘরভাড়া পেয়ে ধন্য হয়েছি আমি সেলিমের মত টাকা নেই আমার; শাহজাহানের মত বাড়ি হৃদয়জুড়ে ভালোবাসা আছে; তোমায় দেব নারী আধপাকা এক টিনশেড ঘরে কাটবে মধুর রাত দুজনার চোখে দেখব দুজন_ একফালি বাঁকা চাঁদ ডেলা: oh u r great! তোমার কাছে চাইনা কিছুই; কর এক উপকার প্লিজ লিখে দাও শাহজাহান আর সেলিমের নাম্বার টিনশেড ঘরে আধখানি চাঁদে প্রেয়সী পাবে অনেক স্ত্রী পেতে হলে আলিশান বাড়ি, পাজেরো গাড়ি: লাগবে গুটিকয়েক তোমার হৃদয় অনেক বড়, কিন্তু valueless তুমি বরং কাব্য লিখ; নাম করবে বেশ সবাই এখন option রাখে; যেমন রাখি আমি তুমিই আমার স্বপ্নপুরুষ; নাই-বা হলে স্বামী প্রেমটা এখন পাতানো খেলা; থাকে ভূতের গলি পরকীয়ায় দেখা হবে; এখন তবে চলি জিম: চলে গেছে ডেলা; তাই বসন্ত নিয়েছে ছুটি মাটির গাছের লাউটা রেধে খেলাম চটপটি আমও গেল, ঝোলা ও গেল ; প্রাপ্তি ডাবল জিরো মনের রোমটা পুড়ে ছাই হয়; বাজায় বাঁশি নীরো জন মিল্টন-রাসেল-প্লোটো-ফেদেরার-পণ্টিং নারী চিনেনা কোনকিছুই; কেবল চিনে রিং হায় সেলুকাস!এতটাই আজ বদলে গেছে সময় ডেলারা এখন ডলার খোজে; জিমদের আর নয়!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.