আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ থেকে গান - ২ (আপনজন)

গানের ব্লগ

আপডেট - নতুন ভার্শন এখানে। অরিজিনাল পোস্ট - আপনজন - স্ট্রিমিং লিংক / ডাউনলোড লিংক। এটা ব্লগারুদের কবিতা থেকে গান বানানোর দ্বিতীয় অপচেষ্টা। কথা প্রায় পুরোটাই আসিফুজ্জামান তমালের ব্লগ "ইচ্ছেঘুড়ি" থেকে নেয়া। রেকর্ডিং কোয়ালিটি এবং আমার গলার তেমন কোন উন্নতি হয় নাই ।

লেখকের অনুমতি ছাড়াই ওঠানো হয়েছে। কেউ তার খোঁজ জানেন নাকি? গানের লিরিক আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন, মন চাইছে থাকুক খুশি আমার আপন জন। নীল রং-এর আকাশ এখন কালো মেঘে ঢাকা, আমি আছি যেমন তেমন, চাই তোমার ভালো থাকা। তুমি থেকো সবুজ পাতায়, তুমিই এলে লেখার খাতায়, তুমি আছো মেঘের জলে, আর ভাবছি তোমায় বারে বারে। আকাশ জুড়ে মেঘের মেলা, ভীষণ আঁধার কালো, কেমন করে হঠাৎ যেন, আশার প্রদীপ নিভে গেল।

নিভে গেল মন আমার, নিভে গেল স্বপন, আসছে নিভে সকল আলো, তবুও তুমি থেকো ভালো। কপিরাইট - আসিফুজ্জামান তমাল এবং অচন্দ্রচেতন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.