আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক : দু টাকা দামের পাখা।



ভাদ্র মাসের প্রচন্ড গরম চলছে । এর পাশাপাশি চলছে লোডশেডিং । ঘরে বিদুৎ নেই, গরমে অসহ্য হয়ে ভদ্রলোকটি রুম থেকে বের হয়ে বাড়ীর বারান্দায় এসে দাঁড়ালেন। তখননি দেখতে পেলেন ছোকড়া বয়েসী একজন পাখা বিক্রেতা হাঁকাহাকি করে বলছে, "পাখা রাখবেন হাত পাখা, দাম মাত্র দুই টাকা।" ভদ্রলোক আর্শ্চয্য হলেন, দুই টাকায় আজকাল কিছু পাওয়া যায় নাকি,যাহোক প্রচন্ড গরমের কথা ভেবে তিনি পাখাওয়ালাকে ডাক দিলেন। "এই যে ছেলে এদিকে আস, দাম কত তোমার হাতপাখার ? "স্যার দুই টাকা " জবাব দিল পাখা বিক্রেতা। " দাও মজবুত দেখে আমাকে একখানা দাও" পাখাওয়ালার নিকট থেকে একটি পাখা নিয়ে তার মূল্যে পরিশোধ করে ভদ্রলোক যেই মাত্র বাতাস করার জন্য দুইবার পাখাটি ঘুড়ালেন অমনি ঠাশ শব্দে পাখাটি ভেংগে গেল।মেজাজ খারাপ হয়ে গেল ভদ্রলোকটির,বিরক্তির সুরে পাখাওয়ালাকে বললেন, "এই কেমন পাখা দিলে বাতাস করতে না করতেই ভেংগে গেল! "বাতাস করতে গেলে পাখা পাখা তো ভাংবোই স্যার" স্পষ্ট জবাব দিল সে। "এই ব্যাটা পাখা কিনেছি বাতাস করবো না কি করবো ? উত্তেজিত হয়ে বল্লেন। " স্যার দুই টাকা দামের পাখা, পাখটি ঘুড়াতে পারবেন না, পাখাটি নাকের সামনে রেখে মাথাটি কেবল নাড়াবেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।