আমাদের কথা খুঁজে নিন

   

মন ভালো থাকা একটা দিনঃ ফিরে ফিরে আসুক সেই রঙ্গিন শৈশব

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

মন ভালো থাকা একটা দিনঃ ফিরে ফিরে আসুক সেই রঙ্গিন শৈশব ঘড়ির এ্যালার্ম এ আমার কখনওই কাজ হয় না । কাজ হয় নিজের এ্যালার্ম এ । বাচ্চাকাল থেকেই আমি লেট রাইজারদের দলে, শুধু মাত্র কিন্ডারগার্ডেন কালটায় বোধহয় সকালে উঠতাম ।

নিজের এ্যালার্ম সেট হয় যদি খুব জরুরী কাজ থাকে আমার মন থেকে যেটা জরুরী কাজ মনে করে আর কি ঘুম মামা তখন এমনি্ই কাজ করে । আজকে উঠি উঠি করে বেলা বাড়াতে থাকল বেশ দেরীতে উঠে পত্রিকায় চোখ বলিয়ে চা সেরে কম্প্উটার রুমে এলাম । বলা যায় এটা আমার একান্ত নিজের ঘর , স্টাডি রুম কিন্তু স্টাডি বরতে সারাক্ষণ মানে যতোক্ষণ জেগে থাকি , বাসায় থাকি এবং ইলেকট্রিসিটি আমার সাথে থাকে ততোক্ষণ আর কি । কছিুক্ষণ কাজ করতে করতেই ইলেকট্রিসিটি চলে গেল!! কি আর করা... আবার পত্রিকা ঘাটি , ফোনে দিনের কাজকর্ম গুলোর ওডার দিতে থাকি, কার কি কাজ , কখন শেস করতে হবে কি প্রোডাশন চলছে এসব আর কি !! একটু বাদে বুঝতে পারলাম আজকে ঘুম থেকে দেরীতে ওঠা স্বত্ত্বেও মনটা বেশ ফুরফুরে । যেদিন দেরীতে ঘুম ভাঙ্গে এমনিতেই মেজাজ খিচড়ে থাকে, দেখা যায় দিনের কাজগুলো সব প্যাচ লাগিয়ে আমার লোকজন বসে আছে ।

কিন্তু আজকে খুব ফুরফুরা মুডে খুজেঁ পাই নিজেকে । কারণটা কি ?? খুজে পাই না । হঠাৎ. বেশ খানিকক্ষণ বাদে মনে পড়ে... আজকে একটা উদ্ভট জোশ স্বপ্ন দেখেছি । এবার বুঝতে পারি এতো ফুরফুরে হাওয়ার মতো মেজাজ এর কাহিনী । ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি কিন্তু সেই রেশ মনে ।

এতোক্ষণ মাথায় আসে নি । একটু আগে স্বপ্নটা মনে এলো । এক্কবারে বাচ্চাকাল থেকে শৈশব পর্যন্ত যিনি আমার প্রেমিকা ছিলেন আজ তার সঙগে বেশকিছুক্ষণ সময় কাটিয়েছি । সেইজন্যই মনটা এতো মুডে । এমনিতেই শৈশব মানুষকে আনন্দ দেয় তার মধ্যে আবার সেই শৈশবের প্রেম, নাকি ইনফাসুয়েশন.. কিজানি বলে ?? সেই ইননোসেন্ট প্রেম আহা ! আবার মনে হতেই মনটা দ্বিগুণ ভারো হয়ে গেল ।

কতদিন দেখি না তাকে, সেই প্রেয়সী .. কতদিন হবে ১৪ বছর তো হবেই ?? জানি সে কেমন আছে, কোথায় আছে, তবে এতোটুকু জানি পুরোদস্তুর ডাক্তার সে । ... এতোদিন পরে তার সাথে দেখা হয়ে গেলো.. তাও কিনা স্বপ্নে... দিনটা রঙ্গিন হয়ে গেল । ভালো থাকুক সে , ভালো থেকেও শৈশবের প্রেম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।