আমাদের কথা খুঁজে নিন

   

শুধু তুমি যদি আসো



১১০) শুধু তুমি যদি আসো বসন্ত বনে এখন চৈত্রের পাতাঝরা দিন। হু হু করা বাতাস ছুটে বেড়ায় মনের ঘরে। তোমার সাঁওতালী বুকের নম্রতার কথা মনে পড়ে । যখন দু'চোখ বুজলে কল্পনার সমুদ্র ভাসে তখন তমি কোথায় কে জানে! অথচ তোমাকে বড় বেশী প্রয়োজন এত বেশী কাছাকাছি। যে কথা ভাবলে বেদনারা পাখা মেলে চলে যায় ভীন পথ ধরে।

মন বলে তুমি এলে,এই এলে। কি কথা হয়েছিলো মনে নেই আজ। দোষারোপ করি না স্মৃতির দূর্বলতায়। কিইবা লাভ পুরাতন কথা বারবার পিছু টেনে এনে? শুধু তুমি যদি আসো সেই চোখ সেই মুখ নিয়ে। জেনে রেখো আমি আছি।

এই রুদ্র বসন্তের খুব কাছাকাছি। যখন শিশিরের টুপ জল নেই। কি হবে সুষমা দিয়ে। আমি শুধু জেনে নিতে চাই তুমি আছো হৃদয়ের খুব কাছাকাছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.