আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ি খুঁজুন, ঘড়ি জিতুন

শখের রাজা ডি-এক্সিং

ডয়চে ভেলে বাংলা বিভাগ অলিম্পিক উপলক্ষে ১১ আগষ্ট থেকে ২৪ আগষ্ট প্রতিদিন একটি করে ঘড়ি পুরস্কার হিসেবে দিচ্ছে৷ প্রতিদিন বিজয়ীদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে পুরস্কার দেয়া হবে৷ পুরস্কার পেতে করণীয়ঃ উপরে দেখুন একটি ঘড়ির ছবি দেয়া আছে৷ ৷ এই ছবিটিকেই রাখা আছে ডয়চে ভেলে বাংলা বিভাগ ওয়েবসাইটের কোন একটি অলিম্পিক প্রতিবেদনের মধ্যে৷ সেই প্রতিবেদনটি আপনি খুঁজে পেলে ছবির ক্যাপশনে ডেট এবং একটি কোড নাম্বার পাবেন৷ উত্তর পাঠানোর নিয়মঃ ডেট এবং ছবির কোড নাম্বারটি ডয়চে ভেলে বাংলা বিভাগ এ পাঠাতে হবে ই-মেইল কিংবা এসএমএস এর মাধ্যমে৷ ডেট এবং কোড নাম্বারসহ ই-মেইল কিংবা এসএমএস এ অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠাতে হবে৷ লক্ষ্য রাখুনঃ ওয়েবসাইটে ঘড়ির ছবিটির স্থান ডয়চে ভেলে বাংলা বিভাগ নিয়মিতই পরিবর্তন করবে৷ সুতরাং আজকে ছবিটি যেখানে আছে কালকে সেখানে নাও থাকতে পারে৷ আর তাই ডেট এবং ছবির নাম্বার প্রতিদিন পরিবর্তন হবে৷ বুঝতেই পারছেন, প্রতিযোগিতায় অংশ নিতে গেলে আপনাকে নির্দিষ্ট ডেটের উত্তর নির্দিষ্ট ডেটের মধ্যেই ‍পাঠাতে হবে৷ আর বাংলা ভাষাভাষী যেকেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন৷ উত্তর পাঠানোর ঠিকানা: ই-মেইল: বাংলা বিভাগের অলিম্পিক ২০০৮ প্রতিবেদন ওয়েবসাইটঃ Click This Link শর্ত: বিজয়ী নির্ধারনের ক্ষেত্রে ডয়চে ভেলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত৷ একজন বিজয়ী একাধিকবার ''ঘড়ি খুঁজুন, ঘড়ি জিতুন'' প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।