আমাদের কথা খুঁজে নিন

   

ভাল স্টুডেন্ট কাকে বলে ? .......

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
কিছুদিন আগে আমার এক কাজিনের রেজাল্ট শীট দেখছিলাম .... পাশে বসে ছিলেন এক বাংলাদেশী ভদ্রলোক, গড়ে ৯১ % মার্কস পেয়েছে শুনে তিনি জিজ্ঞেস করলেন - ক্লাসে কত -তম পজিশনে এসেছ ? ...... আমার কাজিন কোন উত্তর দিতে পারেনি কারন গ্রেড সিষ্টেমের কারনে এখানে বোঝার উপায় নেই ক্লাসে কে ১ম, ২য় বা ৩য় হয়েছে ... সে সাথে ক্লাসগুলোতে ওভাবে বলেও না যে, কে ১ম , ২য় বা ৩য় হয়েছে ... এ কথা শুনে ভ্রু - কুচকে বললেন .... লজ্জার কি আছে, সবাই তো আর ক্লাসে ১ম হয়না .... কথাটা শুনে মনে একটি প্রশ্ন জাগলো ---> আমরা শিক্ষা অর্জন করি কেন ?... ক্লাসে প্রথম হওয়ার জন্য , নাকি জ্ঞান অর্জনের জন্য ? বাংলাদেশের মানুষকে বলতে শুনেছি -- আমার বাচ্চাকে পড়ালেখা করিয়ে জর্জ ব্যারিষ্টার বানাবো, এছাড়াও শুনেছি -- পড়ালেখা করিয়ে মানুষের মত মানুষ বানাবো........ এমন আরো কত কি .... পাশ্চাত্যে শুনছি .... মানুষকে স্বনির্ভর হতে হলে পড়ালেখার বিকল্প নেই ...... তাই সবার পড়ালেখা করা উচিৎ ... এর মাঝে ১ম, ২য় , ৩য় হওয়ার কাহিনী এসে যাওয়াতে মনের মাঝে নতুন প্রশ্নের জন্ম দিলো ...... কাকে আমরা ভালো স্টুডেন্ট বলবো ? ........ ** যে পাঠ্যপুস্তক মুখস্ত করে পরীক্ষায় খাতায় হুবহু উগরে দিয়ে আসে.... নাকি, যে নিজ চেষ্টার নিজের মেধা খাটিয়ে নিজের মতো করে লিখতে চেষ্টা করে। ** যে সারা বছর কষ্ট করে পড়ালেখা করে .... নাকি যে ,কোন স্যারের সাজেশন দেখে নির্দিষ্ট কিছু প্রশ্নোত্তর মুখস্ত করে তুলনামূলক ভালো রেজাল্ট করে ? ** যে নিজের মেধা খাটিয়ে কিছু লেখার চেষ্টা করে .... নাকি যে, বাথরুমে নোটবই লুকিয়ে রেখে নকল করে অপেক্ষাকৃত ভাল রেজাল্ট করে ? কাকে আমরা মেধাবী বলবো ? ........ কাকে বলবো আমরা --- এই হলো আসল স্টুডেন্ট ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।