আমাদের কথা খুঁজে নিন

   

যদি অন্তর ঢাকা যেত

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

রোদ চশমা পড়লে চোখ ঢাকা যায়। তেমনি যদি অন্তর ঢাকা যেত কোন কিছু দিয়ে। এই কুলষিত জগতে মানুষের ভিতর পশুটাকে যদি মেরে ফেলা যেত। সুযোগ আমিও খুজি। অন্ধকারের ।

ভীড়ের মধ্যে আমার মধ্যে বাস করে আরেক পশু। ভদ্র চেহারার আড়ালে এক জন্তু। সুন্দর মুখের দিকে চাইলে বোঝা যায় না। তাকে দেখা যায় না। এক জন কিন্তু ঠিকই দেখে ।

নিজেকে নিজে। সব সময়। সব জায়গায়। রোদ চশমা প্রিয়। তাই দিয়ে চোখ ঢাকি।

যদি এমন কিছু থাকতো যা দিয়ে অন্তর ঢাকা যেত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।