আমাদের কথা খুঁজে নিন

   

আউটলুকে মেইল ডাউনলোড করুন



আপনার জিমেইল এর এড্রেসে প্রচুর মেইল আসে এবং কম্পোজ করতে গিয়ে ইচ্ছা মত লেখার ষ্টাইল,কালার,স্পেলিং অনেক গুলো সুযোগ পাওয়া যায়। আউটলুক এক্সপ্রেস,এম.এস আউটলুক,ইউডোরা ইত্যাদি ব্যবহার করতে পারেন । তাই আপনার জিমেইল সব মেইল আউটলুকে ডাউনলোড করুন। এবং মেইল সেন্ড করুন। যেকোন দেশ,জায়গা বা ইন্টারনেট লাইন ব্যবহার করুন কোন সমস্যা হবেনা।

কনফিগারেশন দেখুন! প্রথমে আপনার জিমেইলে লগিন করুন,তারপর আমার জিমেইলের সেটিংস এ যান এবং আপনার পপ এনাবল করুন,দেখুন লেখা আছে এনাবল পপ ফর অল মেইল। এর পর সেভ করে বেরিয়ে আসুন। আপনি যদি আপনার জিমেইলে কোন রাখতে না দরকার হয় তবে সেই অপশনটি এনাবল করুন। এরপর কাজ হলো আপনার আউটলুক কনফিগারেশন। এরপর আপনার আউটলুক মেইল একাউন্টের প্রপাটিস এ যান এবং সার্ভার ট্যাপে দেখুন লেখা আছে মাই ইনকামিং সার্ভার ইস পপ৩ সার্ভার তারপর নীচে দেখুন পপ৩ .এখানে টাইপ করুন মেইল,জিমেইল.কম আউটগোয়িং এসএমটিপি :এসএমটিপি.জিমেইল.কম এরপর ইউজার নেম-আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড - যাহা আছে ।

এবং নীচের মাই সার্ভার রিকোয়ার এ ক্লিক করুন। এডভান্স এ এসে সার্ভার পোর্ট নাম্বার বসান আউটগোয়িং এসএমটিপি -৪৬৫ এবং দিস সার্ভার রিকোয়ার সিকিউর কানেকশন(এসএসএল) এ ক্লিক করুন। ইনকামিং এ (পপ৩) ৯৯৫ বসান। এবং দিস সার্ভার রিকোয়ার সিকিউর কানেকশন(এসএসএল) এ ক্লিক করুন। এরপর পর সেভ করে আপনার মেইল চেক দিন দেখবেন মেইল ডাউনলোড হচ্ছে।

যদি কোন ভূলক্রুটি হয় তবে ক্ষমা করবেন,যাদের দরকার শুধুমাত্র তাদের জন্য। কোন সমস্য হলে মেইল করুন আমাকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।