আমাদের কথা খুঁজে নিন

   

যাও পাখি বলো তারে



সোনারও পালংকের ঘরে লিখে রেখেছিলাম দারে যাও পাখি বলো তারে সে যেন ভোলেনা মোরে.. শুখে থেকো ভাল খেকো মনে রেখ এ আমারে বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপাড় একা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপর পাখিরবাসা মনে বন্ধু বড়আশা যাও পাখি যারে উড়ে তারে কইও আমার হয়ে চোখ জলে যায় দেখবো তারে মন চলেযায় আদুর দুরে যাও পাখি বলো তারে সে যেন ভোলেনা মোরে.. শুখে থেকো ভাল খেকো মনে রেখ এ আমারে মনপুরা সিনেমার সাউন্ডট্রাক-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।