আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির সাথে কান্না



আমি আর দেখতে পাবনা তোমায় ভগ্ন হৃদয় আজ ব্যথিত অপুর্ণ কোন আশায়! (দুঃখগুলো আজ প্রকাশ করতে পারছিনা মৃত অনুভুতি নিয়ে বসে আছি কবিতার খাতা হাতে) এখন আমি জানি কিভাবে লুকাতে হয় দুঃখ ও ব্যথাগুলো এবং কাঁদতে পারি বৃষ্টির সাথে! যদিও আমি অপেক্ষা করি হৃদয়ের আকাশে এক টুকরো মেঘের জন্য; তুমি জানতেও পারবেনা তৃষ্ণার্ত দু’চোখ প্লাবিত হয়েছে অঝোর বর্ষণে, অকারনে, জানতেও পারবেনা আমি তোমায় ভালোবাসি এখনও নিঃস্বার্থভাবে। যদি স্বর্গ থেকে বৃষ্টিস্নাত করে আমায় তবুও হৃদয়ে থাকবে কষ্টগুলো তোমাকে হারাবার ব্যথায়, আমি কেঁদেই যাব বৃষ্টির সাথে...... মার্চ ২৮, ১৯৯৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।