আমাদের কথা খুঁজে নিন

   

এবার রাবি উপাচার্য শিবির ক্যাডারদের হাতে লাঞ্ছিত !



এবার শিবির ক্যাডারদের হাতে লাঞ্ছিত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মামনুনুল কেরামত। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শিবির ক্যাডারদের সাথে বিনোদপুর এলাকার ব্যবসায়ীদের ও বাস শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিবির ক্যাডাররা সেখানে একটি দোকান ভাংচুর করে। এ সময় ব্যবসায়ী ও বাস শ্রমিকরা শিবির ক্যাডারদের আচ্ছামত ধোলাই দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে শিবিরের ক্যাডাররা।

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ও বিশ্ববিদ্যারলয় প্রশাসন ঘটনাস্থলে যান এবং ঘটনাটি সমাধানের আশ্বাস দেন। এতে তারা সেখান থেকে চলে যায়। আজ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির ক্যাডাররা বিশ্ববিদ্যালযের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক কাঠের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক যান আটকা পড়ে। খবরে পেয়ে উপাচার্য ড. মামনুনুল কেরামত ঘটনাস্থলে পৌঁছলে শিবির ক্যাডাররা তাঁকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এতেও শান্ত হয়নি তারা। শিবির ক্যাডাররা লাঠি সোটা নিয়ে উপাচার্যকে তাড়া করে। কিছুদূর ধাওয়া করার পর উপাচার্যকে শারিরিকভাবে লাঞ্ছিত করে এবং অকথ্য ভঅষায় গালিগালাজ করে। উপাচার্য যদিও এ ঘটনাকে অত্যন্ত দু:খজনক বলে উল্লেখ করলেও শিবির ক্যাডারদের ক্যাম্পাসেই আশ্রয় প্রশ্রয় দিয়েই রাখবেন বা তাদের বিরৃুদ্ধে কোন ব্যবস্থায়ই নেবেন না বলে তার কথাতেই বোঝা গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.