আমাদের কথা খুঁজে নিন

   

সাত আগস্ট দু’হাজার ছয়

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

কখনো এমন হয়, খুব ছোট্ট ঘটনার মধ্য দিয়ে সর্বনাশের শুরু। ঘটনার শেষ চক্রের ঘনঘটায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলেও টের পাওয়া যায় না, সর্বনাশের ষোলকলা পূর্ণ হয়েছে। কখনো এমন হয়, সমাপ্তির পর বোঝা যায় শুরুর ছোট্ট দৃশ্যের তাৎপর্য; সবশেষে বিদায় নেবার পর অর্থহীন হাপিত্যেশে যায় দিন, মুখিয়ে ওঠা সরব স্মৃতিরা খুঁজে পায় বেদনার জলপ্রপাতের উৎসমুখ - ভুলত্রুটির কার্যকারণ। তার আগ পর্যন্ত ভুল বিশ্বাসে ভুলে থাকে মন শুরুর ক্ষণ থেকে শেষ মুহুর্তটি পর্যন্ত। যেমন শুরু হয়েছিলো সাত আগস্ট দু’হাজার ছয় সন্ধ্যা; তারপর একদিন উচ্চারিত হয় – ‘সমাপ্ত হলো’। - - - মাইজদী, নোয়াখালী ৭ আগস্ট, ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।