আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চয় কারো সর্ম্পকে লিখছি কিন্তু..............সামহয়্যার.......

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

আমরা মানুষষষষষষষ হা হা হা ভাবতে ভালোই লাগে....................... বিজ্ঞাপনের ভাষায় বললে..... বিশ্বে সাথে তাল মিলিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে ভাবতে ভালোই লাগছে। হমমমমমমমমমমমমমমমমমমমম মানুষ এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষের মানবিক দৃষ্টি ভঙ্গি, মানুসত্ব কমছে। আচ্ছা আমরা মানুষরা এমন কেন ?????????????????????? মানুষ শব্দের বিপরীত শব্দ আমার মনে হয় সমস্যা। মানুষের আসলেই সুখে থাকলে ভূতে কিলায়। তা না হলে মানুষের এত দুঃখ কেন ????????????????????????????????? এখানে অথাৎ সামহয়্যার ইন ব্লগ এ আমার সম বয়সি কয়েক জন আছে যাদের মধ্যে আমি দেখেছি নিজেকে নিজেই সমস্যা মনে করা এবং নিজেকে মুই কি হনুরে ভাব দেখিয়ে একটা চন্দ্রমূখী টাইপ চরিত্রে অভিনয় করতে।

আমি কিন্তু শুধু মাত্র একজনকেই টারগেট করেই লিখছি। আমি যার সম্পকে বলছি তার প্রত্যেকটি লেখা দ্বারা তিনি বোঝাতে চান তিনি ছেক খাইছেন , তার জীবনে অনেক দুঃখ। এমন কি তার নিজের বয়স নিয়েও তার অনেক চিন্তা। তার মতে এই পৃথিবী যে তার জন্য দোযখ এই পৃথিবীর সব কিছুই তার মতে জনজাল। পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার শত্রু (যদিও তিনি তা প্রকাশ করতে চান না)।

এসকল কিছু র পেছনে রয়েছে তার মানসিক সমস্যা। আমি বলছি না সে মানসিক রোগী তাকে আসুন আমরা সবাই মিলে পাবনা পাঠাই। আমি বলতে তাই তার উদ্দেশ্যে, আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। তাকে বলতে চাই..................... তোমার মনে হয়তো অনেক কষ্ট, কিন্তু প্রিজ তা অন্যের সাথে শেয়ার কর, দেখবে অনেক ভালো লাগছে। নিজেকে বোঝার চেষ্টা কর তবেই অন্যকে বুঝতে পারবে।

আর মনে রাখবে পৃথিবীতে কেউ কারো জন্য বসে থেমে থাকেনা। আপনাদের কে বলতে চাই.................. আসুন আমরা ওকে ভালোবাসা দিয়ে , ভালো বন্ধু হয়ে , ওর মনের কষ্ট শেয়ার করে ওর একটু হলেও মনের কষ্ট দূর করি। সবশেষে বলবো.................................................... ভোরের ঐ ইয়োলো সান বদলে দেব তোমার জীবন, মুছে দেক তোমার দুঃখ কষ্ট। ভালো থাকো, সুস্থ থাকো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.