আমাদের কথা খুঁজে নিন

   

রাধাচূড়ার প্রেয়সী নিমকে

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। রাধাচূড়ার প্রেয়সী নিমকে ------------------------------------------------ উপন্যাসের প্রতি অক্ষরে নিখিল গতি; গ্রন্থের পুঞ্জিত জ্ঞানের নিরিখে যখন মনের শেকড়ে হয় গাঁজন, তখন ঐক্যের মৌনতা নিয়ে সাম্যের উদ্ধৃতিতে জমে কেলাসন। সৃষ্টির বৈরীতে শিশির সিক্ত জাতি, নিবেদিত প্রান নিয়ে বুনে প্রতারনার কাঁথা। পায়ের পাতা থেকে মাথার শিরায় বয়ে চলে রক্তিম বিষের প্রণয় ধারা। সুধবে ঋণ কালের গোধূলি, তৃষ্ণার্ত দৃষ্টিকে চওড়া পথের সীমানায় রেখে; রাতের কৌমুদী সেখানে উড়াবে মিলন ভাতার হাল সমাধীর পতাকা।

ঝিলের পদ্মরা সারারাত আবৃত্তি করে জাগে, স্বার্থপর মানবজাতি কেন এত অধীর ? পৃথিবীর প্রতি পদে জীবাণুর আনাগোনা। যেখানে শাড়ির মলিন সম্ভার, সেখানে বাতাসের নিষ্ঠুর আহার; আহাঃ ! বেচারিরা রাজপথে চিৎকার করে বলে, চাই সমঅধিকার। পিছিয়ে নেই যত স্রোতের ধারা, তারাও তীরে পলির বাহার আনে, ফসল ফলে আরও সজীব হয়ে; যতটা মানবজাতি চায়, তারও অনেক বেশী আশা ভরে। এসেছে সুদিন, ভরে গেছে আমগাছ মুকুলে – মুকুলে। ঝড়ের তাণ্ডব বিঁধেছে জাতিরে; এবার তবে নির্দেশনা দেবে, প্রতি সেকেন্ডের দফতরে এসে যেভাবে শিথিল হবে প্রানের তৃষ্ণা; রাধাচূড়ার প্রেয়সী নিমকে।

হাজার মিলনের পাঞ্জেরী ছেড়ে, তবেই বংশের প্রবাহ বাড়ে; সিংহ জাতিতে। এভাবেই যদি মানবজাতির প্রচারনা হত; তবে কি আমরা শান্তির আকাসে মেঘ হতে পারতাম ? জানে কি আজকের রকমারি বাজারজাতকরণ ? জানে কি তিমিরের গণনাকারী ? এনেছে পৃথিবীতে আজকের প্রভাত, কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত; সবার জন্যে সবার কৌমুদী আজ। উৎসর্গ যারা প্রতিনিয়ত আমাকে নানাভাবে অনুপ্রেরনা দিয়ে আমার ব্লগিং জীবনে স্বপ্নের পাথেও হয়ে আছেন। ব্লগার ফারাহ দিবা জামান ব্লগার আশিক মাসুম ব্লগার আমিনুর রহমান ব্লগার রাইসুল নয়ন ব্লগার একজন আরমান ব্লগার যুবায়ের ব্লগার শের শায়রী ব্লগার রাইসুল সাগর ব্লগার লোনলিফাইটার ব্লগার মামুন৬৫৩ ব্লগার আমি বাঁধনহারা ব্লগার জাকারিয়া মুবিন ব্লগার স্বপনবাজ ব্লগার ঘুড্ডির পাইলট ব্লগার এহসান সাবির ব্লগার মাক্স ব্লগার কাল্পনিক ভালোবাসা ব্লগার প্রিন্স হেক্টর ব্লগার নিয়েল হিমু ব্লগার তালপাতার সিপাহী ব্লগার আমিভুত ব্লগার আফিফা মারজানা ব্লগার এ্যাপোলো৯০ ব্লগার s r jony ব্লগার মেহেরুন ব্লগার অপূর্ন ব্লগার প্রিয়তমেষূ ব্লগার কালা মনের ধলা মানুষ ব্লগার আমি ইহতিব ব্লগার উৎকৃষ্টতম বন্ধু ব্লগার অনীনদিতা ব্লগার লাবনী আক্তার ব্লগার ফারজানা শিরিন ব্লগার বোকা ডাকু ব্লগার শিপু ভাই ব্লগার তামিম ইবনে আমান ব্লগার নিহাজ রিমন ব্লগার বাবুরাম সাপুড়ে ব্লগার একজন আবির ব্লগার রুদ্রনীল আর নীলকষ্ট ব্লগার তারছেড়া লিমন ব্লগার আবুশিথি ব্লগার এস এম লুৎফুল্লাহ মাহমুদ ব্লগার উথালপাতাল ব্লগার বিষণ্ণ বালক ব্লগার শামীম আরা সনি ব্লগার ফারজুল আরেফিন ব্লগার গিয়াসলিটন ব্লগার আমি মুখতার ব্লগার একজন নিশাচর ব্লগার তারান্নুম  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.