আমাদের কথা খুঁজে নিন

   

নপংশুক কবি ও আরাধনা -(পুরোন ঝুলি থেকে)

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

অনুভবঃ- বহুদিন কবিতার প্রসব হয়নি, বহুদিন মৌ্ন হয়েছিল চিন্তা-চেতনা তাকে ঘিরে, ফেলে আসা কবিতাকে ঘিরে; ঠিক যেন কলোহময় দাম্পত্যের মত শুয়েছিল একি বিছানায়, দুজনের মুখ এপাশ ওপাশ করে। হাজার কাজের ভিরে জীবনটা রূপ নিয়েছে যান্ত্রিকতায়, জীবনে পরিপূ্রনতার হাওয়া লেগেছে, অনেক নাম যশ হয়তো আমার প্রাপ্তির ঝুলিতে। কিন্তু কবিতার সাথে আমার সেই সহবাস আর হয়ে উঠেনা। নারীসঙ্গে যতই আমি সুপুরুষ-ততটা এইখানে আমি নপংশুক। আকুতি/আরাধনা: অসহনীয় যান্ত্রিকতাকে বোতলে জব্দ করে কবিতার উঠনে আমি আজ ক্লান্ত নতজানু। তোমার আমার হোক সহবাস- আমার চিন্তার পৌ্রুষদীপ্ত কান্নায় তুমি প্রসব করো কবিতা। নীল, লাল, বেগুনী হরেক রকম কষ্টের কবিতা, মানুষের কবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।