আমাদের কথা খুঁজে নিন

   

কৌশিকের কলিগকে নিয়ে একটি বানোয়াট গল্প

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

পরশুদিন হঠাৎ কৌশিকের কলিগের সঙ্গে দেখা। উনি আমারে চিনতে পারেন নাই। আমি আগায়া গিয়া কইলাম আপনেই তো কৌশিকের কলিগ। তাই না? উনি একটু অবাক হইলেন।

কইলেন, তাইলে কি কৌশিক আমার ছবি ব্লগে দিয়া দিছে নাকি? আমি বললাম দেয় নাই। তবে আপনারে নিয়া এক অনুষ্ঠানে গেছিল তখনই আপনারে দেখছি। মনে মনে ভাবছিলাম কলিগ বলতে কৌশিক আপনারেই বুঝাইছে। কলিগ আমার দিকে তাকায়া একটা হাসি দিলেন। হাসিটার অর্থভেদ করতে আমার কষ্ট হইলো না।

কইলাম, আপনে তো এখন সেলিব্রেটি। কলিগ, লাজুক লাজুক হাসি দেয়, কয়, কী যে বলেন? আমি কি আর বলবো? চুপ থাকলাম। উনি কথা বলতেছেন। ঘটনা কিন্তু সব আমারে নিয়া না। কৌশিকের উর্বর মস্তিষ্ক অনেক গল্পের জন্ম দিয়েছে।

আসলে জানেন তো, কৌশিক আমার দেখা মোস্ট ক্রিয়েটিভ পার্সন। কেমনে যে কী করে, কোত্থেকে যে কী বানায়। তবে অফিসে খুব চুপচাপ থাকে। আমরা ওকে ব্লগিংয়ের সময় ডিস্টার্ব করি না। ওর দেখাদেখি আমিও মাঝে মাঝে ব্লগে ঢুকি।

লেখা আসে না। কেমনে লেখেন আপনারা এত কিছু? এইবার আমি লাজুক হইতে শুরু করলাম। বললাম, আপনার সঙ্গে আলোচনাটা নিয়া একটা পোস্ট দিতে চাই। আপনি অনুমতি দিয়া রাখেন। উনি বললেন, অনুমতি? আপনাদের আবার অনুমতি দরকার হয় নাকি।

কৌশিকরে দেখেন। একদিন আইসা কয়, ব্লগানোর বিষয় পাইতেছি না। এখন থেকে আপনেই আমার বিষয়। আমি কইলাম, বিষয় আশয় যাই কও। আমার পার্সোনাল পরিচয় ফাঁস কইরা দিও না।

আমি ভাবছিলাম একটা দুইটা লিখে ছেড়ে দেবে। এখন দেখছি প্রচুর লেখে। অফিসে এসে আমার সঙ্গে একটু চোখাচোখি করেই বসে পড়ে। ওর ব্লগ নিয়ে সায়েন্স ফিকশনটা পড়েন? কৌশিক আসলে সায়েন্স বুঝে না। পড়ছি কিছু কিছু।

ফিউচারটা আসলেই সে বুঝে না। কী মনে কইরা কথাটা কইলেন? কী মনে করে আর। আপনিই তো জিজ্ঞেস করলেন। একটা পার্সোনাল কথা জিগাই? কী? আপনার কি মনে হয় কৌশিক আপনার প্রেমে পড়ছে? কলিগ খালি লাজুক হাসে। লাজুক হাসে আর এদিক ওদিক তাকায়।

আমি বলি, ব্লগে কিন্তু কৌশিক কাউরে বুঝতে দেয় নাই যে আপনি কোনো নারী হইতে পারেন। কলিগ হাসে। জিগায়, আপনি কি এই তথ্যটা এবার ফাঁস কইরা দিবেন নাকি? আমি কই, কী যে বলেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.