আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপিয়নের ব্যাগের ভেতর

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
এই গানটা ঋতুপর্ণ ঘোষের তিতলি ছবি থেকে নেয়া। ছবিটা মনে হচ্ছে ভালোই। দেখি দেখবো সময় করে। অর্পনা সেন, কংকনা সেন, মিঠুন সহ বেশ কয়েকজনের নাম দেখলাম অভিনয় শিল্পী হিসেবে। মেঘপিয়নের ব্যাগের ভেতর মনখারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

। মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে চৌকোনা সব বাক্সে যেথায় যেমন থাক সে মন খারাপের খবর পড়ে দারুন ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘপিয়নের পাড়ি পাকদন্ডি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার গালচি পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথায় এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মনখারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশাল কায় নিস্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায় কিসের অপেক্ষায়। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত রোদের বুকের ভিতর ক্ষত। । সেই বুকের থেকে টুপ টুপ টুপ নীল কুয়াশা ঝড়ে আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে সারা আকাশ জুড়ে। মেঘপিয়নের ব্যাগের ভেতর মনখারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায় যদি মেঘপিয়নের ডাকে সেই ছায়ার হদিস থাকে রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায় কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায় ছোট্ট বাগানটায়। মেঘপিয়নের ব্যাগের ভেতর মনখারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। । অডিও লিঙ্ক ছবির প্রথম অংশের লিঙ্ক দিলাম। এইটা থেকে বাকিগুলো পেয়ে যাবেন।

মনিটর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা এত সুন্দর একটা গানের লিঙ্ক দেয়ার জন্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.