আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুকে মনে রেখেছেন....??

nh@nhasive.com

এখন আধুনিকতার যুগ...প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সব কিছুই সহজ করে দিয়েছে...একটা সময় ছিল সবাই কোন খবর জানতে রেডিওতে কান লাগিয়ে বসে থাকতো....আর এখন...দৈনিক সংবাদপত্রের জন্যও অপেক্ষা করার প্রয়োজন হয় না...আগে আমাদের প্রযুক্তি কিংবা অন্যান্য এমন সুযোগ সুবিধা না থাকায় আমরা জানতামই না কোনদিন কোন দিবস...এখন আমরা সহজেই জানতে পারি কোনদিন কি দিবস.... ....আজ বন্ধু দিবস.... সবাই বন্ধুদের শুভেচ্ছো জানাচ্ছেন নানা ভাবে...কিন্তু একবার কি ভেবে দেখেছেন আমরা কতটা ভার্চুয়াল হয়ে গেছি...বন্ধুকে শুভেচ্ছা জানাবো...সমস্যা নেই....একটা মেইল করে দিলেই হলো...অথবা একটা এসএমএস...আচ্ছা এ দিবসে কি আপনি আপনার পুরোনো কোন বন্ধুকে স্মরন করতে পেরেছেন...যার সাথে কেটেছে আপনার ছোটবেলার সে মজার সময়টুকু...যার সাথে একসাথে স্কুল যাওয়া থেকে শুরু করে, খেলাধুলা, আড্ডা মারা কি না করেছেন...ব্যস্ততা এবং যান্ত্রিকতা আমাদের এতটাই আবদ্ধ করে রেখেছে আপনার হয়তো এ কথাটি মনেই আসেনি...আজ আমার ছোটবেলার এক বন্ধুকে ফোন করলাম...যে কিনা কঠিন দারিদ্যের সাথে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে...কেমন আছিস জিজ্ঞেস করতেই বলে উঠল...এই তো আমাদের আর থাকা...ব্যস্ততায় ফোন করা হয় না তেমন একটা...তাই আজ হঠাৎ করে ফোন করার কারন জানতে চাইলো...বললাম এমনিই...তোর কথা মনে পড়লো তাই...আরো নানান কথা বলে ফোন রেখে ভাবলাম...সে কি আর জানে আজ বন্ধু দিবস ?এর মানেই বা কি?? কথা বলার পর থেকেই খুবই ভাল লাগছিল...পুরোনো দিনগুলোর কথা মনে পড়তে লাগলো...বড় শান্তি লাগলো... বন্ধুরা এমন কোন বন্ধুর সাথে সময় করে এক দন্ড কথা বলে দেখুন না...বড় শান্তি পাবেন.... ...সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।