আমাদের কথা খুঁজে নিন

   

মাগিবাজী! : মাতালের শেখানো সামাজিকতা: এইমাত্র ঘটে যাওয়া ঘটনা

বদলে গেছি

মাগিবাজী করো? মাগি লইয়া বাড়িতে ফুর্তি করো? ওই মুরুব্বী ডাক্ । এইমাত্র আমার বাড়ির দোতলায় এমন একটা দৃশ্যের অবতারণা হলো। দোতলায় ব্যাচেলররা থাকে। এখানে একজন তার গার্লফেন্ড কে নিয়ে এসেছে কিংবা গার্লফ্রেন্ড নিজেই এসেছে। চিৎকার চেচামেচি শুনে যখন বাড়ির আর সবার মত আমিও দোতলায় গেছি দেখি এক দঙ্গল ছেলে অশ্লীল ভাষায় দোতলার বাসিন্দাদের গালাগালি করছে।

এ সময় বাড়িওয়ালা এগিয়ে আসে। বাড়িওয়ালার বয়স কম ১৭/১৮। ওর ওপর চড়াও হয় সাধু মাস্তানেরা। তাদের দাবি একজন স্টুডেন্টের গার্লফ্রেন্ড তার রুমে এসেছে এটা অসামাজিক কার্যকলাপ। মূল ঘটনাঃ ওরা সবাই তেজগাও কলেজের ছাত্র।

কলেজ ফার্মগেঠে আর ঘটনা ঘটেছে পশ্চিম রাজাবাজারে। দূরত্বটা অনেক। এই মহান সমাজসেবক ছাত্ররা খবরটা পেল কোথা থেকে। আসলে ভুক্তভোগি ছেলেটা নিরীহ গোছের যে কেউ দেখেই বুঝবে এর ওপর চড়াও হওয়া যায়। পশ্চিম রাজাবাজারেরই এক ছেলে ( হিরোইঞ্চি) তেজগাও কলেজের ছাত্র।

সে এই ছেলের (যার কাছে গার্ল ফ্রেন্ড এসেছিল) কাছে ২ হাজার টাকা ধার চেয়েছিল। সে দিতে ব্যার্থ হয়েছিল। যা হোক এই মাত্র কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্ররা এসে আমাদের সবাইকে সামাজিকতা শিখিয়ে দিয়ে গেল । আমি সহ সেখানে আরো অনেকে উপস্থিত ছিল। সবাই একটা করে চটকানা মারলেও ছেলেগুলো ( মাতালও বটে) পালিয়ে যেত ।

কিন্তু সেখানে আমরা সব নপুংশকেরা দাঁড়িয়েছিলাম। আর মেয়েটার হতভম্ব মুখের দিকে তাকিয়েছিলাম। কাল হয়তো আরো কারো কাছে চাঁদা চাবে পাবে না । তখন আস্ফালন করবে না ওরা আস্কারা পেয়ে গুলি করবে। আমরা আবার আহা রে বলব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।