আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফ্ট ওপেন সোর্সকে সাহায্য করছে(!!!)

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

বছর কয়েক পূর্বেও মাইক্রোসফ্ট "ওপেন সোর্স" সফ্টওয়্যরকে কিছু শিক্ষানবীস, হ্যকার ও হবিস্টদের অবাস্তব সপ্নরাজ্য বলে উড়িয়ে দিয়েছিল। আজ সেই মাইক্রোসফ্ট ই "ওপেন সোর্স" সফ্টওয়্যরকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে(!)। উদ্দেশ্য কতটুকু মহৎ তা সময়ই বলে দেবে। সন্দেহবাদীরা তাদের সংশয় প্রকাশ যথারীতি করে যাবেন, যার তালিকায় আমি নিজেও অন্তর্ভুক্ত। বিবিসি র জুলাই ২৮শের ইন্টারনেট খবরে এই তথ্য প্রকাশ করা হয়। তার কিছু নিচে দিচ্ছি "Cash and code" The announcements were made at the Open Source Convention in a keynote speech by Sam Ramji - a director of Microsoft's platform strategy. Software written under an open source ethic gives its developers free access to the inner workings of the code যেই লিং থেকে এই খবর সেটা Click This Link এই পর্যায়ে মাইক্রোসফ্ট "আপাচে" কে ৫০,০০০ পাউন্ড দিয়ে সহায়তা করছে বলে উক্ত খবরে জানানো হয়েছে। মাইক্রোসফ্টকে নিয়ে সংশয় থেকেই যাবে, কারন গত বছরই ইউরোপীয় কমিশনের নিয়ন্ত্রক সংস্থা প্রায় ১۔৭ বিলিয়ন ইউরো (প্রায় ১৭0,000,000,000 টাকা) "এন্টি ট্রাস্ট" বা বিশ্বাসযোগ্যতার আইনে অর্থ দন্ড দিয়েছে। ঐ খবরের লিং নিচে Click This Link মাইক্রোসফ্ট সাধারন ব্যবহারকারীদেরতাদের সফ্টওয়্যর স্থাপনকালীন কত প্রকারের সর্ত জুড়ে সতর্ক ও আইনী শিক্ষা প্রদান করে। অথচ তাদেরকেই বিশ্বাসযোগ্যতার আইনে দন্ডিত হতে হয়। ......... অবাক পৃথিবী


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।