আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আধুনিকতা বনাম পশ্চিমী আধুনিকতা (সমকালের একটি ভয়ঙ্কর সংবাদ-পোস্টটির মন্তব্যের পরিপ্রেক্ষিতে)

পাখি পর্ব চলছে

আধুনিকতার নানান সংঙ্গা রয়েছে, নানান দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে। কে কোনভাবে বিষয়টিকে দেখেন সেটার উপর নির্ভর করছে সব। এখানে একটি কথা বলার রয়েছে তা হলো, এই বক্তব্যটি আমার নিজের। কারো সহমত নাও থাকতে পারে। আধুনিক-এই ধারনাটি পশ্চিম থেকে ধার করা এ বিষয়ে কারো কোন দ্বিমত থাকার কথা নয়।

এই ধারনাটির উদ্ভবের পশ্চাতের কারণ গুলি কী কী। কারণ নানাবিধ। তবে এটুকু সংক্ষেপে বলা যেতে পারে, পুঁজির উত্থান আর ধর্মীয় বাতাবরণের একটা পর্যায়ে অন্যান্য অনেক ইজমের পাশ কাটিয়ে এই ধারনাটির উদ্ভব। (উৎসাহি পাঠক পড়তে পারেন পশ্চিমী দর্শনের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বই। একটি বই পড়ে কিছু হবে না।

কারণ সেখানে আবছা কিছু ধারনা পেতে পারেন। এটি একটি সামগ্রিক বিষয় এবং অনেক দৃষ্টিকোন এর সাথে যুক্ত) তো আমাদের কাছে আধুনিকতার সমার্থক হলো পশ্চিমের অনুকরণ। তারা যা করে, তারা যা পড়ে (পরিধান করে আরকি), তারা যেভাবে জীবনকে দেখে (ইত্যাদি) তা অনুকরণ করা। একটু খেয়াল করলেই বিষয়টি অনুধাবন করা যায়। (ক্রমশ)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।