আমাদের কথা খুঁজে নিন

   

পণ্যের বিনিময়ে পণ্যের হাট বসবে

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

প্রস্তাবটা এসেছে ভারতের দিক থেকেই। প্রাথমিক পর্যায়ে দেখে মনে হচ্ছে ভাল প্রস্তাব। যদিও এটা তেমন কোন প্রভাব ফেলবে না দুই দেশের অর্থনীতির উপরে, বলে আমার মনে হয়। দুই দেশের বানিজ্য ঘাটতির সূচকের ফারাক অনেক ।

ভৌগলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান ভারতের পেটের মধ্যে বিধায় অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। ঠিক যেমন সামাজিক দিক থেকে, ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকেও ফারাকটা চরমে। কারণ ঠিক যেই পরিমান জিনিস ভারত থেকে বৈধ পথে আসা যাওয়া করে, সেই পরিমান জিনিস অবৈধ পথেও আসা যাওয়া করে। যার ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে উভয় দেশই। এর জন্য একটা মডেল কার্যক্রম হাতে নেয়ার চিন্তা করছে ভারত।

সীমান্তবর্তী কিছু জয়গায় ওপেন হাট/বাজার বসানো হবে। যেখানে পণ্য নিয়ে উপস্থিত হবে দুই দেশের সীমান্তবর্তী ব্যাবসায়ীরা। একটি খোলা জায়গাতে তারা বসবে এবং ব্যাবসা কার্যক্রম চালাবে। একটা সময় নির্ধারিত থাকবে। বেলা তিনটার আগেই বন্ধ হয়ে যাবে এই হাট।

পুরো কার্যক্রমটি চলবে দিনের আলোতে। হাটে ব্যাবসায়ীদের প্রবেশের পূর্বে প্রয়োজনে তাদের তল্লাশি করা হবে, কিন্তু হাট চলাকালীন সময়ে কোন দেশের নিরাপত্তাকর্মী সেখানে উপস্থিত থাকতে পারবে না বা তদারকি করতে পারবে না। কিন্তু উপস্থিত থাকবে দুই দেশের শুল্ক বিভাগের লোকজন শুধু নজর রাখবে কোন শুল্ক আইন লংঘিত হচ্ছে কিনা নিজ নিজ দেশের ক্ষেত্রে। এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে অর্থের বিনিময়ে কোন লেনদেন হবে না। পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন চলবে।

কারণ তাদের মতে অর্থের বিনিময়ে লেনদেন হলে অবৈধ টাকার লেনদেন হতে পারে। খুবই সঙ্গত যুক্তি। কিন্তু কিসের বিনিময়ে কোন পণ্য লেনদেন করা যাবে, তা পূর্বেই নির্ধারণ করে দিবে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগেই ঘোষনা করা হবে কোন কোন প্রোডাক্ট নিয়ে ব্যাবসায়ীরা অংশগ্রহন করতে পারবে। আজ থেকে বহুকাল আগে নাকি এই ভুখন্ডে পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন হতো।

কারণ তখন টাকার সৃষ্টি হয়নি। ভারত এখন এই প্রস্তাবটি বাংলাদেশে বানিজ্য মন্ত্রনালয়ের নিকট পাঠিয়েছে বিবেচনার জন্য। দুই দেশের মতামতের উপর ভিত্তি করে এর বাস্তবায়ন ঘটানো সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.