আমাদের কথা খুঁজে নিন

   

AnVir Task Manager, আপনার পিসিতে কি হচ্ছে জানুন!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

আপনার কম্পিউটারের অভ্যন্তরে কি হচ্ছে তা জানার অধিকার আপনার নিশ্চয় রয়েছে। কিন্তু উইন্ডোজের ডিফল্ট টাস্ক ম্যানেজারটা আপনাকে খুব বেশী কিছু জানাতে পারছে না। সুতরাং থার্ড পার্টি টুলের সহায়তা আপনাকে নিতেই হচ্ছে। এরকমই একটি চমৎকার থার্ড পার্টি টুল হলো AnVir Task Manager। বিনামূল্যে বিতরণ করা এই টুলটি আপনাকে আপনার পিসি সম্পর্কে অনেক তথ্য বিস্তারিত ভাবে জানিয়ে দিতে পারে যা উইন্ডোজের টাস্কম্যানেজারটি পারে না।

যেমন আপনার পিসিতে এই মূহুর্তে কি কি প্রসেস চলছে, কি কি সার্ভিস চলছে, ড্রাইভারের অবস্থা, DLL গুলো, RAM, CPU ইত্যাদির অবস্থা এবং আরো অনেক কিছুর বিস্তারিত তথ্য। এতে ৭০ হাজারেরও অধিক প্রোগ্রাম এবং সার্ভিসের (যা স্টার্টাপে থাকতে পারে) বর্ননা রয়েছে। এটি আপনার পিসিতে অবস্থিত ট্রোজানগুলোকেও সনাক্ত করে আপনাকে সতর্ক করে দিতে পারে। বিপদজনক প্রসেস ও সার্ভিসগুলো সম্পর্কে অবগত করতে পারে (তবে মাঝে মাঝে দরকারী সার্ভিসকে এটি বিপদজনক হিসেবে সনাক্ত করে ফেলে... যেমন আমার VMWare এর একটি সার্ভিসকে হাই রিস্ক লিখে রেখেছে.. তবে এরকম ব্যতিক্রমগুলো আপনি বুঝতে পারবেন)। এছাড়াও এটি দিয়ে আপনি সিস্টেম বুট স্পিড বাড়াতে, CPU ইউজ ব্যালেন্স করতে এবং মেমরি অপটিমাইজ করতে পারেন।

টুলটি ওপেন করে মিনিমাইজ করে রাখলে CPU, RAM ইত্যাদি স্ট্যাটাস দেখিয়ে থাকে। টুলটি দিয়ে আরো অনেক কাজ করা যায় যা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। সেটাপ করে বাকী অপশনগুলো দেখে নিতে পারেন। দুই মেগাবাইটেরও কম সাইজের এই টুলটি বিনামূল্যে ডাউনলোড করার জন্য টুলটির অফিসিয়্যাল সাইট anvir.com এ চলে যান। লিংক: http://www.anvir.com/taskmanagerfree/ --- এই টুলটির ফ্রি ভার্সনে এমন অনেক অপশন নেই যেটা প্রো ভার্সনে রয়েছে।

যারা আগামীকাল দুপুরের (২৮ জুলাই, ০৮ দুপুর ১টা) আগে এই পোস্টটি পড়বেন, তারা চাইলে ডাউলোড করে নিতে পারেন প্রো ভার্সনটি। প্রো ভার্সনের ডাউনলোড লিংক: Click This Link --- লেখাটি কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.