আমাদের কথা খুঁজে নিন

   

'ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রসারণ' প্রকল্প বাস্তবায়নে ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেট্ওয়ার্ক) ও রিলিফ ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সাক্ষর



বাংলাদেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সমঝোতা স্মারক সাক্ষর করেছে ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেট্ওয়ার্ক) ও রিলিফ ইন্টারন্যাশনাল। ২৬ জুলাই শনিবার ডি.নেটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে ডি.নেট ও রিলিফ ইন্টারন্যাশনাল ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে ডি.নেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান ও রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম স্মারকে নিজ নিজ পক্ষে সাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে ডি.নেটের অজয় কুমার বসু, মাহমুদ হাসান, হুমায়ন মুস্তাক, মোশাররফ হোসেন, শেখ মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। ড. অনন্য রায়হান বলেন, নব্য অর্থনৈতিক ব্যবস্থার সুফল লাভ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন। তথ্য প্রযুক্তি বিষয়ক জাতীয় নীতিমালার ঘোষনাপত্রে এ প্রয়োজনীয়তার কথা বলা হলেও সরকারের একার পক্ষে এজন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। ডি. নেট ও রিলিফ ইন্টারন্যাশনাল এই কর্মসূচীর মাধ্যমে সেই লক্ষ্য পুরণে কাজ করবে। অনুষ্ঠানে আরো জানানো হয় যে প্রাথমিকভাবে এ স্মারকের আওতায় দেশের ২০টি স্কুলভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (সিএলসি) ও ২৭টি ইন্টারনেট প্রশিক্ষণ কেন্দ্রে’র (আইএলসি) মাধ্যমে ডি.নেট ও রিলিফ ইন্টারন্যাশনাল বৈশ্বিক সম্পর্ক ও বিনিময় বিষয়ে কাজ করবে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৌলিক শিক্ষার বিকাশ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি বিষয়ে যুব প্রশিক্ষণ প্রভৃতি এ কর্মসূচীর মুল লক্ষ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.