আমাদের কথা খুঁজে নিন

   

কথিত সর্বহারা প্রধান ডা. টুটুল গ্রেফতার, ক্রসফায়ার হতে পারেন আজ রাতেই !



সহকর্মীর মাধমে কিছুক্ষণ আগে শুনতে পেলাম নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল-লাল পতাকা) প্রধান ডা. মিজানুর রহমান টুটুল ওরফে ডা. নয়ন গ্রেফতার হয়েছেন RAB এর হাতে। ধারণা করা হচ্ছে উনাকে নিয়ে যাওয়া হবে অস্ত্র উদ্ধারের জন্য। এবং পূর্ব পরিস্থিতি আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে, হয়ত উনি বন্দুকযুদ্ধের পর ক্রসফায়ার অথবা এনকাউন্টার এ নিহত হতে পারেন। সভ্য দেশের একজন নাগরিক হিসেবে সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে মনে করতে চাই যে, জাতীয় ও আন্তর্জাতিক আইনে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে। তবে কেউ কোন অপরাধ বা দোষ করলে তার অবশ্যই বিচার হতে হবে।

সেই বিচার প্রক্রিয়াটিও হতে হবে একদম স্বচ্ছ। আমরা বিভিন্নভাবে জানি, ডা. টুটুলের নামে বহু মানুষ খুনের অভিযোগ আছে। কেউ খুনি হলেই তাকে রাষ্ট্র খুন বা তার বিরুদ্ধে কোন নির্যাতন-নিপীড়ন কিংবা নিবর্তনমূলক আচরণ করতে পারে না। এই অধিকার রাষ্ট্রের নেই। আরেকটি কথা জানিয়ে রাখি, উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কথিত সর্বহারা সন্ত্রাসীরা যেভাবে মানুষ খুন করেছে, অন্যান্য অপকর্ম-অপরাধ করেছে, তেমনি জঙ্গি সন্ত্রাসীরাও দেশজুড়ে বহু খুন-খারাবী ও অত্যাচার-নির্যাতন চালিয়েছে।

আমরা মনে করতে চাই, আইন ও রাষ্ট্র সবার জন্য সমান আচরণ করবে। কিন্তু বাস্তবে আমরা তার প্রয়োগ দেখি নাই। জঙ্গিরা ধরা পড়ার পর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয় কিনা তাও আমাদের জানা নেই। তবে একটি ঘটনা ছাড়া এখনও শুনিনি যে, কোন জঙ্গী ক্রসফায়ার বা এনকাউন্টার হয়েছেন। এটা কি সমান আচরণ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.