আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের কথিত গণতন্ত্র বিশ্বের কোথাও নেই!‎

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না। বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনার মডেল বা সবার প্রিয় হচ্ছে গণতন্ত্র। এ গণতন্ত্র ইরান কিভাবে গিলাচ্ছে বিশ্বকে তার একটি নমুনা ‎দেখলাম। বেশ কিছু দিন আগে একজন আমাকে বলেছিল: “ইরানে প্রেসিডেন্টের ক্ষমতা সাত নাম্বারে”। তার ওপরেও ইরানের নীতি ‎নির্ধারক ছয়জন রয়েছেন।

আজ তার কিছু প্রমাণ পেলাম প্রথমআলোতে। ‎ ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অনুষ্ঠিত এ নবম পার্লামেন্ট নির্বাচনের প্রক্রিয়ার সারসংক্ষেপ: প্রার্থী বাছাই: পার্লামেন্টের ২৯০ আসনের জন্য প্রার্থী যাচাই-বাছাই করে সরকার পরিচালিত কমিটি ও গার্ডিয়ান কাউন্সিল। প্রার্থিতার জন্য ‎মোট পাঁচ হাজার ৩৯৫ জন আবেদন করলেও যাচাইয়ের পর প্রায় তিন হাজার ২০০ জনকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। মন্তর্ব: “গার্ডিয়ান কাউন্সিল” এটা কি? প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো: ইরানে প্রথাগতভাবে দলীয় সদস্যপদ বা দলীয় প্ল্যাটফর্ম নেই। প্রধান যে দুটি পক্ষ আত্মপ্রকাশ করেছে, তাদের উভয়ই ‎নীতিতে কট্টর রক্ষণশীল।

মন্তব্য: গণতন্তের জন্য এটা কি জরুরী নয়!? দ্য ইউনাইটেড ফ্রন্ট অব প্রিন্সিপালিস্ট: খামেনির সমর্থকদের সমন্বয়ে গঠিত এ পক্ষটির সমর্থনে রয়েছেন দেশটির অভিজাত বিপ্লবী গার্ড, ‎প্রভাশালী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। এই পক্ষটিই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধারণা করা হচ্ছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট: প্রেসিডেন্ট আহমাদিনেজাদ-সমর্থিত পক্ষ। ছোট শহর ও প্রাদেশিক এলাকাগুলোয় তারা বেশি সমর্থন পাবে বলে আশা ‎করা হচ্ছে। দ্য ন্যাশনস ভয়েস: ছোট্ট এই পক্ষটি প্রেসিডেন্ট আহমাদিনেজাদের কঠোর সমালোচক।

এর বাইরে স্বতন্ত্র কিছু প্রার্থী তাঁদের ব্যক্তিগত সুখ্যাতির কারণে ভোটারদের নজর কাড়তে পারেন। নতুন পার্লামেন্ট: পারমাণবিক কর্মসূচি, তেল বা বিদেশনীতির মতো বিষয়গুলো নির্ধারণ পার্লামেন্টের এখতিয়ারের বাইরে। মূলত অর্থনীতি-‎সম্পর্কিত বিষয়ে পার্লামেন্টের বড় প্রভাব রয়েছে। এভাবেই ইরানের পার্লামেণ্ট কোনঠাসা হয়ে আছে। [/sb দেখুন: ইরানি পার্লামেন্টের ভোট ও নির্বাচন প্রক্রিয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.