আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় ২৫ আগস্ট



তখনো আমার রেজাল্ট হয়নি। মেয়ে আর ছোট বলে বাড়ি থেকে যখন-তখন বের হতে পারতামনা। সেও এমন লাজুক; আসতে চাইতোনা আমার বাড়ির কাছে। বলতো-ওটাতো শ্বশুর বাড়ি হবে। এখনই যদি যাই; তবে কি আর আদর থাকে? আমি হাসতাম।

সে হাসি মেখে দিতাম ওর জন্য লেখা চিঠিতে। সে-ও আমার জন্য লেখা চিঠিতে মাখিয়ে দিতো অনেক আদর-ভালোবাসা। না, আর সহ্য করতে পারছিনা। যাকে ভালোবাসি তাকে না দেখে কী থাকা যায? আবার ভয় হয়; ও যদি আমাকে দেখে পছন্দ না করে। মূহুর্তে ওর তীব্র ভালোবাসার কথা মনে পড়লে পালিয়ে যায় ভয়।

অনেক হিসেব-নিকেশ কষে ওকে জানিয়ে দিই- আসছি ২৫ আগস্ট। দিনটা আমাদের ভালোবাসার জন্মের ৪১২ দিন পরের দিন। এতোদিন দুজন ভালোবেসেছি দুজনকে চর্মচক্ষু দিয়ে না দেখেই। দেখেছি শুধু মনের আয়নায়, মনের চোখে। অপেক্ষায় ২৫ আগস্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।