আমাদের কথা খুঁজে নিন

   

কর্তৃপক্ষ কি দেবেন সাড়া; অপেক্ষায় আছি আমরা, হয়তো অপেক্ষায় আছে দেবদূতেরাও ...



গত ৫ মার্চ রাত ১২:১৩ মিনিটে একটা লেখা পোষ্ট করেছিলাম শিরোনাম 'বরাবর, প্রিয় ব্লগার এবং সা.ইন কর্তৃপক্ষ : আসেন না ব্লগের একটা দিন খরচ করি দেবদূতদের জন্য ...'। অত্যন্ত সৌভাগ্যজনকভাবে পোস্টটি অনেকের দৃষ্টি আকর্ষন করে। অনেকে এতে মন্তব্য করেন। অনেকে ভালোলাগা জানান। অনেকে জানান পোষ্টটি নিয়ে খারাপ লাগাও।

যাই হোক, ভালো লাগায় আশাবাদী এবং খারাপ লাগায় সামান্য হতাশ হয়ে পড়েছিলাম। হায়! এটা নিয়ে খারাপ লাগাটা যদি বেশি হয়ে যায় তবে ছোটদের জন্য এই ভাবনাটা হয়তো মাঠে মারা যাবে। তবে শিশু বলে কথা। স্বর্গের দূত বলে কথা। ধীরে ধীরে ভালোলাগার বিষয়টাই স্পষ্ট হয়ে ওঠে।

জানা গেল সবাই মূলত এই ভাবনাকেই ধারন করে রেখেছিলেন। সবাই বিষয়টাকে স্বাগত জানালেন। বেশ কিছু আশাব্যাঞ্জক মন্তব্য এলো। যাতে আনন্দের চেয়ে বেদনা বেড়ে যেতে লাগলো। কারন এই স্ক্রীনের ওপারে যারা বসে আছেন তাদের ভাবনাটা না জানলে কোন লাভই নেই ? তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? দু'তিন দিন বোঝা গেল না।

আমি লেখাটা রিপোস্ট করলাম। ততক্ষনে 'শাকিল ফারুক' এবং 'মোজাম্মেল প্রধান' নামে দুই ব্লগার এর সমর্থনে দুটি পোস্ট করেছেন। অতঃপর এই রিপোস্টেরও দুদিন গেল। স্ক্রীনের ওপারের কোন আওয়াজ নেই। দুদিন পর পোস্টটা স্টিকি হলো।

এখানে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করে নেয়া ভালো এই পোস্ট স্টিকি করার জন্য যারা জোর মন্তব্য করেছেন। কৃতজ্ঞতাটা আমার লেখা স্টিকির কারনে নয়। কারন তারা কেউ-ই আমার কোনোভাবে পরিচিত নয়। কৃতজ্ঞতাটা এই কারনে যে, শিশুদের প্রতি তাদের আকুন্ঠ প্রেম মুগ্ধ হবার মতো। প্রথমে অনেকের অলক্ষ্যে চলে যাওয়া পোস্টটি স্টিকি হবার পর বুঝলাম শুধু ওই দু'তিনজন নয় সব ব্লগারই শিশুদের জন্য একই পরিমান প্রেম অনুভব করেন।

যার কারনে দুদিন স্টিকি থাকা পোস্টটিতে 'শিশুদের একটা কিছু হোক' এমন প্রত্যাশার প্রতি দেখা গেল স্বতস্ফুর্ত সাড়া। এর মাঝে 'জানা' নামে একজন নিককে দেখা গেল বেশ সক্রিয়ভাবে বিষয়টা পর্যবেক্ষন করছেন এবং অনেকের অনেক বিষয়ে মন্তব্য করছেন। সঙ্গে এই বিষয়ে সবার সাথে কথা বলারও আগ্রহ দেখাচ্ছিলেন। একটা সময় জানিয়ে দিলেন, ... আর যদি ব্লগ কর্তৃপক্ষ জানাকে এই প্রতিনিধিত্ব দেন, আশা করছি কারো অমত থাকবেনা? মন্তব্য পড়ে বুঝতে পারলাম 'জানা' কর্তৃপক্ষরেই কেউ। আরো আশাবাদী হয়ে ওঠলাম।

হয়তো তাহলে একটা গতি হবে। অবাকও হলাম দেখে, আমার অজান্তেই স্ক্রীনের ওপার থেকে একজন মিশে গেছেন আমাদের মিছিলে। গতকাল দুপুরের পর স্টিকি করা পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। দুদিন রেখে পোস্টটিকে গুরুত্ব দেবার জন্য প্রথমত ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষ অথবা সা.ইনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জানার কাছে জানতে চাচ্ছি বিষয়টা নিয়ে তাদের সর্বশেষ সিদ্ধান্ত কি? সামহোয়ার ইন-এ দেবদূতদের জন্য স্থান কি আসলেই বরাদ্ধ হচ্ছে? না নির্দিষ্ট কোন দিন? স্থান অথবা দিন যাই হোক অথবা কোনো কিছু না-ই হোক। বিষয়টা নিয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত পেলে ভালো হতো।

কারন সেই দিন দেখার বাসনাটি এখন প্রায় মনে গেথে গেছে। একদিন সকালে ঘুম ভেঙ্গে দেখব সা.ইনের প্রথম পাতার কোথাও না কোথাও লেখা আছে, প্রিয় ব্লগারগন আজ সা.ইনের ‌'শৈশব সময়'। কেউ ভুলেও নিজের বয়সকে ১৪অথবা ১৫'র উপরে নিয়ে যাবেননা। যদি ভুল করে তার উপরে নিয়ে যানও তবে সেটা কোনক্রমেই যেন ১৮ এর উপরে না হয়। প্লিজ।

প্লিজ। প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।