আমাদের কথা খুঁজে নিন

   

পোর্টেবল অপারেটিং সিস্টেম



সাধারণত আমরা হার্ডডিস্ক থেকে অপারেটিং সিস্টেম ব্যবহার করে অভ্যস্থ। কিন্তু কেউ যদি বলে আমি অপারেটিং সিস্টেম পকেটে নিয়ে ঘুরি তাহলে অবাক হবার কিছু নেই। অপারেটিং সিস্টেম পেনড্রাইভ থেকেও ব্যবহার করা যায়। আর এই অপারেটিং সিস্টেমের নাম হলো Slax। এটি পাওয়া যাবে http://www.slax.com থেকে।

এ সাইট থেকে আপনি slax ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি দুটি ফরমেটের ফাইল পাবেন একটি .iso ও .tar। এ দুটি ফাইলের যেকোন একটি ডাউনলোড করে তা winace zipসফটওয়্যার দিয়ে আনজিপ করুন। আনজিপ করলে দুটি ফোল্ডার(boot, slax) পাবেন, এদুটি ফোল্ডার পেনড্রাইভে কপি করুন। এবার boot নামের ফোল্ডারে গিয়ে bootinst.bat(iso ফরম্যাটের ক্ষেত্রে)ফাইলটি পাবেন।

এ ফাইলটি রান করে ইনসট্রাকসন অনুয়ায়ী এন্টার দিন, আর এতে আপনার পেনড্রাইভ বুটেবল পেনড্রাইভ হিসেবে তৈরি হয়ে যাবে। সবশেষে আপনার আপনার পিসি বায়োসে ১ম বুট ডিভাইস হিসেবে USB device সিলেক্ট করতে হবে। এবার পেনড্রাইভ ইউএসবি পোর্টে লাগিয়ে সিস্টেম রিস্টার্ট করুন slaxচালু হয়ে যাবে। আপনি চাইলে এই OS দিয়ে গান শুনতে পারবেন। এটিতে mp3 ফরম্যাটের গান চলে।

প্রায় সব ধরনের ভিডিও ফাইল সাপোর্ট করে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।