আমাদের কথা খুঁজে নিন

   

ব্লেনডার ইউজ এর টেকনিক



আশা করি অনেকের কাছেই নষ্ট ব্লেনডার পড়ে আছে। ব্লেনডার ইউজের অজ্ঞতার কারনে এটা হয়। বাংলাদেশে ইনডিয়ান ব্লেনডারই বেশি, এবং ইনডিয়ান মটর ওয়ার্লডে নাম করা খারাপ মটর বলে আমার বিশ্বাস। রুলস হল ব্লেনডার কখনোই টানা ১৫-২০ সেকেন্ডের বেশি চালাবেননা। চালাবেন তো ২০-৩০ দিনের ইউজের পর ইননা লিলাহে.... অর্থাৎ ১৫-২০ সেকেনড পর সুইচ অফ দেন এগেইন। যতক্ষন লাগে চালান কিনতু টানা ২ মিনিট দেন তার পর আর না টানলেও চলবে [বিশেষ করে ইনডিয়ান গুলার] মানে শ্যাষ। ইনডিয়ান গুলা চিনাও একটা বিষয় বডি/ফিনিশিং দেখে আচ করা যায়, আর ব্র্যানড [মউলিনেক্স, ফিলিপস, ওয়ার্লপুল,... এবং স্বনামের গুলা]। তবে চায়না গুলা তেও এ সমস্যা হয় তবে যাই ব্যবহার করেন সুত্র ঔ ১৫-২০ সেকেনড পর সুইচ অফ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.