আমাদের কথা খুঁজে নিন

   

গরম চায়ের গল্প

সাগর সরওয়ার

বেশ জমিয়ে গল্প করছেন একালের এক শিকারী। তার গল্পটা এরকম..... রাত গভীর হচ্ছে। শিকারী বসে আছে বন্দুক নিয়ে। বনের পুরানো একটি গাছে বানানো হয়েছে মাঁচা। সেখানেই গুলি ভর্তি বন্দুক তাক করে বসে আছে চুপ চাপ।

চারদিকে শুনশান নিরবতা। দূরে কোথাও রাতপাখির পাখার ঝাপটা শোনা যাচ্ছে। কিছু একটা আসছে। কিছু একটা আসছে। টর্চ লাইটের মত দুটো আলো জ্বলছে।

অভিজ্ঞ শিকারী বুঝতে পেরেছে এটা কিসের আলো। বাঘের চোখের। রক্ত গরম হচ্ছে। এবার আর মিস নেই। টার্গেট সীমানার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই গুলি।

নিশ্চিত বাঘটি এখানেই অক্কা পাবে। আহা বাঘ মারা শিকারী। এবার তার নাম হয়ে যাবে বাঘা। ভাবতেই ভালো লাগছে। পরিতৃপ্তি নিয়ে সে আবার তাকালো সামনের দিকে.... একি বাঘতো এদিকেই আসছে।

তার দু চোখ জ্বলছে। সময় না খরচ করে আবারো গুলি খরচ করলেন। না তাতেও কিছু হচ্ছে না। বাঘ এদিকেই এগিয়ে আসছে। আবার গুলি।

লাগছে না। বাঘ এগিয়ে আসছে। গাছ থেকে নেমে এস পরপর দুটো গুলি করলেন তিনি। না হচ্ছে না। :তারপর তারপর আর কি দেখি একটা না দুটো বাঘ।

: দুটো বাঘ --- : হ্যা, একটা ডান চোখ খুলে ছিল, আরেকটা বাম : তারপর কি হলো? : আর কি হবে, আমার উপর ঝাপিয়ে পড়লো। : তাহলে বেঁচে আছেন কি করে.. : ধুর....একে কি বাঁচা বলে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।