আমাদের কথা খুঁজে নিন

   

সপ্রংগ ব্যাখ্যাঃ সিটিসেলের বিজ্ঞাপন

মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।

"আমরা কারো প্রযোজনকেই ছোট মনে করি না এমন কি সেও যে এখনো আমাদের কাস্টমারই হয় নি" উৎসঃ আলোচ্য অংশটুকু কোন এক বিজ্ঞাপন নির্মাতা নির্মিত সিটিসেলের নতুন বিজ্ঞাপন থেকে নেওয়া হয়েছে। প্রসংগঃ নির্মাতা এখানে মানুষের ঘরে ঘরে ভাত দিয়ে আসার সংকল্প ব্যাক্ত করেছেন। বিশ্লষণঃ নির্মাতা সুন্দর এই লাইন দু'টি দ্বারা তার মনের আর সিটিসেলের প্রাণের এক অব্যাক্ত আশা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শ্যামল-গরীব এই বাংলাদেশে একটি বিরাট অংশই নিন্মবিত্ত শ্রেনীর মানুষ।

এখানে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল এক মুঠো অন্ন আর থাকার জন্য ছোট্ট একটি আবাসস্থল। বাংলার ঐ সকল মানুষ যারা এখনো সিটিসেলের গ্রাহকই হয় নি তাদের প্রয়োজনকে সিটিসেল মুল্যায়ণ করে। সিটিসেলের এই রূপ মনোভাব দেখে এখানে একটি কথা আমি বলতেই চাই.. "পৃথিবীর প্রত্যেকটি দেশে এই রকম একটা মোবাইল কোম্পানী থাকলে ইউনুস চাচার দরিদ্র জাদুঘরের আগে আমাদের অভাব জাদুঘর প্রতিষ্ঠিত হবে"। আমরা সিটিসেলের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানাই। মন্তব্যঃ একটু দুত্তামি করলাম।

অনেক দিন ধরে দুত্তামি করি না। সিটিসেলের বিজ্ঞাপনটা আমার ভালোই লাগলো। মাগার.. কিযে বলতে চায় বিজ্ঞাপনের মাধ্যমে এইটা বুঝলাম না। এই রকম নাদানি তো আমি করতাম ছোট বেলায়। কত দোকানে যে ঢুইকা যাইতাম।

তারপর, ভাই এটার দাম কত ঐটার দাম কত। আচ্ছা ভাই এইটা আমার পছন্দ হইসে এইটা কিন্তু আপনি বিক্রি করবেন না। এই রকম কত যে বিরোক্ত করসি কত জন রে। এখন আমার কথা হইল আমি আসলে বুঝলাম না সিটিসেল আসলে এই বিজ্ঞাপনটা দিয়ে কি বুঝাইসে? [আজাইরা পোস্ট, সিরিয়াসলি কমেন্ট কইরেন না কেউ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.