আমাদের কথা খুঁজে নিন

   

ছড়াময় কবিতা: গতির অপেক্ষা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

থেমে গেছে থেমে যায় থেমে যাবার এই তো সময়। কিন্তু আবার আসবে ফিরে গতি থেমে তুমি নাইবা গেলে কি আর হবে ক্ষতি? থেমে যাবার মধ্যরাজ্যে রঙিন পদ্ম ফুল তা দেখে এই নষ্ট ক্ষণে হারায় যদি কূল... ভুল সে ভীষন ভুল থেমে যাবার কাছে ভিড়ে গতিরে চড়াবে শূল? অতীত ভুলে যাও? বর্তমানেই রও ভবিষ্যতের সত্যগুলো স্বপ্নতেই হারাও! ক্ষণিক নেশা তীব্র টানে ভাসায় যে মায়ায় অবয়বের চেয়ে আপন রূপ যেন কায়ায়। থেমে গেছে থেমে যায় গতির যেন সুপ্তকালীন মূর্ছিত সময়। ধরেই তবে ধৈর্য্য, স্বপ্ন গিলে গিলে... খুঁড়িয়ে হলেও হাঁটতে হবে নীল আকাশের তলে। ১৬.০৭.০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.