আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের চারুকলা বিষয়ক এনসাইক্লোপিডিয়া 'আর্ট এ্যান্ড আর্টিস্ট অব বাংলাদেশ'

পাখি পর্ব চলছে

আর্ট এ্যান্ড আর্টিস্ট অব বাংলাদেশ শীর্ষক এই সিডিটি পাওয়া যাচ্ছে 'দেশাল' এর সব শোরুমে(আজিজ সুপার মার্কেট-শাহবাগ, মেট্রপ্লাজা- ধানমন্ডি, বনানী-১১), পাঠক সমাবেশ (শাহাবাগ, গুলশান), ইটিসি, সুরের মেলা, মিউজিক ওয়ার্ল্ড, প্রবর্তনা, অরণ্য, ফাহিম মিউজিক, পিরান, ক্যাফে ম্যাঙ্গ, ভিউ টু ইলেভেন, মুভেম্পিক, হরাইজোন, আড়ং, গ্যালারী কায়া, শান্ত-মরিয়ম-এ। এই সিডিটিতে রয়েছে বাংলাদেশের পুরোধা শিল্পী থেকে শুরু করে তরুণ ২০৬ জন শিল্পীর বায়োগ্রাফী, এই শিল্পীদের বিভিন্ন মাধ্যমে করা প্রায় ২৬০০ শিল্প কর্মের ছবি, জয়নুল-কামরুল-সুলতান-সফিউদ্দিন এই চারজন শিল্পীর দুর্লভ ভিডিও ফুটেজ, দেশের সব গ্যালারীর তথ্য, আর্ট ইনস্টিটিউটের তথ্য, ১৯৮৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের চারুকলার জগতে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। এই সিডিটি শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, শিল্পানুরাগী, ইতিহাসবিদ সহ সবার কাজে সহায়ক হবে। এই সিডিটি বাংলাদেশের প্রথম চারুকলা বিষয়ক মাল্টিমিডিয়া সংস্করন। একসাথে বাংলাদেশের চারুকলাকে পরিচিত করার/জানার জন্য এটিই একমাত্র কাজ। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় এমন প্রয়াস একমাত্র বাংলাদেশেই এবং আপনার হাতের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.