আমাদের কথা খুঁজে নিন

   

ইসমাইল হোসেন সিরাজী: কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

গত শতাব্দীর শুরুর দিকের বাংলা ভাষার বিখ্যাত একজন কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ হচ্ছেন ইসমাইল হোসেন সিরাজী। নবজাগরণ ও দেশ মাতৃকার স্বাধীনতা অর্জন ছিল তার জীবনের লক্ষ্য। জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ইসমাইল হোসেন সিরাজীর পড়াশোনা শুরু হয় গ্রামের পাঠশালায়।

এরপর তিনি সিরাজগঞ্জের স্থানীয় জ্ঞানদায়িনী মধ্য ইংরেজি স্কুল ও সিরাজগঞ্জ বিএল হাই স্কুলে পড়াশোনা করেন। দারিদ্র্যের কারণে তিনি বেশিদূর পড়াশোনা করতে না পারলেও নিজের চেষ্টায় সাহিত্য, ইতিহাস, ধর্ম নীতি, সমাজ নীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। ইসমাইল হোসেন সিরাজী বিশ শতকের শুরুতে কংগ্রেসে যোগ দেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের একজন শীর্ষ নেতা হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯০৫ থেকে ১৯১১ সালের বঙ্গ-ভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। বিশ শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু না বাংলা হবে-এ বিতর্কে তিনি বাংলার পক্ষে বলিষ্ঠ মতামত প্রকাশ করেন।

বলকান যুদ্ধে টার্কিকে সাহায্য করার জন্য ইনডিয়া থেকে ১৯১২ সালে যে মেডিকাল মিশন পাঠানো হয় তিনি ছিলেন তার সদস্য। সেখানে আহত সৈনিকদের সেবায় আত্মনিয়োগ করার কারণে টার্কির সুলতান তাকে গাজি উপাধি দেন। খিলাফত ও অসহযোগ আন্দোলনে (১৯১৯-১৯২৩) তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে স্বরাজ্য দল গঠিত হলে তাতে তিনি যোগ দেন। রাজনৈতিক সাহিত্যকর্ম ও জ্বালাময়ী বক্তৃতা দেয়ার কারণে তিনি কয়েকবার কারারুদ্ধ হন।

তিনি সংস্কৃত অনুসরণ করে ক্লাসিকাল ভাষায় সাহিত্য চর্চা করতেন। তার গদ্য রচনাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ও কবিতায় মাইকেল মধুসূদন দত্তের প্রভাব পাওয়া যায়। তিনি মাসিক নূর (১৯১৯), সাপ্তাহিক সুলতান (১৯২৩) ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেন। তার কয়েকটি উল্লেখযোগ্য কবিতার বই হচ্ছে অনল প্রবাহ, উচ্ছ্বাস, উদ্বোধন, নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য, সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি ইত্যাদি। উপন্যাসের মধ্যে তারা-বাঈ, রায়নন্দিনী, নূরউদ্দিন, ফিরোজা বেগম ইত্যাদি উল্লেখযোগ্য।

প্রবন্ধের মধ্যে স্বজাতি প্রেম, আদব কায়দা শিক্ষা, স্পেনীয় মুসলমান সভ্যতা, সুচিন্তা, মহানগরী কর্ডোভা, তুর্কী নারী জীবন এবং ভ্রমণ কাহিনীর মধ্যে তুরস্ক ভ্রমণ উল্লেখযোগ্য। ১৯৩১ সালের ১৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। আজকে তাঁর মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ: ইসমাইল হোসেন সিরাজীর প্রতি শ্রদ্ধা জানাই (ছবি: উইকিপিডিয়া)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.