আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে বর্ণবাদী ও বিরোধীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১৬০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইসলাম বিরোধী এবং বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় অন্তত ১৬০ জনকে আটক করেছে।

পূর্ব লন্ডনের মুসলিম অধ্যুষিত এলাকায় গতকাল শনিবার টাওয়ার হ্যামলেটসের কাছে এ ঘটনা ঘটে।

চরম ডানপন্থী ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) প্রায় ৫শ সদস্যের একটি দল ইসলাম বিরোধী মিছিল নিয়ে লন্ডনের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের দিকে যাওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এ সময় ইডিএলের নেতা টমি রবিনসনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে আশঙ্কায় ইডিএল’র মিছিলের এলাকা ও সময় বেঁধে দিয়েছিল পুলিশ। পুলিশের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে আর্জি জানিয়েছিল চরমপন্থী গোষ্ঠিটি, কিন্তু নিষেধাজ্ঞা বহাল রাখে আদালত।

এই সময় প্রায় হাজার খানেক মানুষ বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিল নিয়ে টাওয়ার ব্রিজ এলাকায় ইডিএল’র মিছিল যেখানে শেষ হওয়ার কথা সেদিকে যেতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ। এখান থেকে আরো ১শ’ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, পরস্পর বিরোধী এই দুই দলকে পরস্পর থেকে দূরে রাখতে টাওয়ার হ্যামলেটস এলাকা ও সংলগ্ন টাওয়ার ব্রিজ এলাকায় প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।