আমাদের কথা খুঁজে নিন

   

আর্ট এ্যান্ড আর্টিস্ট অব বাংলাদেশ-সিডিটির প্রকাশনা আজ

পাখি পর্ব চলছে

চলুন নতুনভাবে ভাবি! রাখাল বালকরা নয় বছর ধরে যে কাজটা তিলে তিলে সমাপ্ত করল অন্তত সেটা উপভোগ করি। নিজেদের শেকড়ের খবরটা জেনে নেই। আক্ষরিক অর্থেই এতবড় কাজ বাংলাদেশে এই প্রথম। ২০৬ জন শিল্পীর বায়োগ্রাফী এবং প্রায় ২৭০০ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের ডিজিটাল কালেকশন বাংলাদেশে এই প্রথম নয় কি? সাথে আরো পাচ্ছেন চারজন (জয়নুল, কামরুল, সুলতান, শফিউদ্দিন) শিল্পীর দুর্লভ ভিডিও ফুটেজ। রাহুল আনন্দের করা অরিজিনাল সাউন্ড ট্রাক। আর শিল্পী ও গবেষক শাওন আকন্দের শেকড় খোঁজা গবেষণার ধারা এবং সুজন এর ডিজিটাল কারিকুরি। সাথে কনক আদিত্য, রাহুল আনন্দ, কফিল আহমেদ, আবিদা, মুয়ীয-রিপন এর গান। ঢোলের বাদ্য (অরিজিনাল)। চলে আসুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।