আমাদের কথা খুঁজে নিন

   

ঝড় (উৎসর্গ মানু)

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

আমি তো ঝড়ের বেগে গিয়েছিলাম তোমার বাড়িতে জানাতে সাধুবাদ উল্লসিত তোমার আগমনে। তোমার পাথুরে মন মুখে নাই কোন বোল তুমি দিলে আটকে দরজা আমি খেলাম ঘোল। এতো করে বলি তোমায় শুনো না যে তুমি কাছে এসে বসে থাকি তাও তুমি হলে না ফুলি। আমাকে আটকে রাখো দরজার বাহিরে রুমে তোমার সি সি ক্যামেরা সবই যে দেখি আমি শুধু জানাতে পারি না কিছুই। হায় ঝড় তুমি কেন আটকে রাখো আর কত কাব্য ছাড়বো আর কত কাঁদবো! পূর্ব প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।